আইনিউজ ডেস্ক
মেসিকে জানুয়ারিতে দলে ভেড়াতে চায় ম্যানসিটি
সবশেষ মৌসুম শেষে বার্সেলোনা ছেড়ে ম্যানচেস্টার সিটিতে যাই যাই করেও শেষ পর্যন্ত মত পাল্টান লিওনেল মেসি। নতুন খবর হলো, আসছে জানুয়ারিতে আর্জেন্টাইন এই ফরোয়ার্ডকে দলে বেড়াতে ফের চেষ্টা চালাবে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি।
মেসির সম্ভাব্য দল-বদল নিয়ে এমনই একটি প্রতিবেদন প্রকাশ করেছে ইংলিশ সংবাদমাধ্যম ডেইলি স্টার। তাতে বলা হয়েছে, আসছে শীতকালীন দল-বদলে ছয়বারের বর্ষসেরা ফুটবলারকে দলে টানতে পরিকল্পনা আঁটছে ম্যানচেস্টার সিটি।
মেসি চুক্তি অনুযায়ী চলতি মৌসুম শেষে বার্সেলোনা ছাড়লে ফ্রি-ট্রান্সফারেই যেকোনো ক্লাবে নাম লেখাতে পারবেন। সে ক্ষেত্রে অর্থ সংকটে থাকা কাতালান ক্লাবটি কোনো আর্থিক সুবিধা পাবে না।
বার্সেলোনার এই অর্থ সংকটটিই সুযোগ হিসেবে নিতে চায় ম্যানচেস্টার সিটি। তাই শীতকালীন দল-বদলে মেসিকে পেতে ট্রান্সফার ফি হিসেবে পেতে কাতালান ক্লাবটিতে সিটি দেড় কোটি পাউন্ড প্রস্তাব করবে বলে জানা গেছে।
ম্যানচেস্টার সিটির ফুটবল অপারেশনস ম্যানেজারের প্রধান ওমর বেরাদা এরই মধ্যে জানিয়েছেন, নতুন বছরে মেসিকে চুক্তিভুক্ত করার মতো আর্থিক সক্ষমতাও তৈরি হবে তাদের।
ম্যানসিটি’র কোচ পেপ গার্দিওলার দারুণ বোঝাপড়া মেসির। বার্সেলোনায় তাদের মধ্যে যে দারুণ একটি সম্পর্ক গড়ে উঠেছিল তা এখনো অটুট। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটিই ছয়বারের বর্ষসেরা এই ফুটবলারের পরবর্তী ঠিকানা হবে বলে জোর ধারণা।
ম্যানসিটি ছাড়াও মেসিকে পাওয়ার ব্যাপারে আগ্রহ দেখাচ্ছে ধনী ক্লাব ফ্রান্সের পিএসজি ও যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারেরও। ৩৩ বছর বয়সী এই ফুটবলারকে পাওয়ার লড়াইয়ে যোগ দিতে পারেন জুভেন্তাস, চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের মতো ক্লাবগুলোও।
উল্লেখ্য, গত আগস্টে এক ফ্যাক্স বার্তায় বোমা ফাটান মেসি। তাতে বার্সেলোনার হর্তাকর্তাদের আর্জেন্টাইন এই ফরোয়ার্ড জানান, ক্লাব ছাড়তে চান তিনি। ফ্রি ট্রান্সফার ফিতে যেন তা ব্যবস্থা করা হয়।
তবে বার্সেলোনা ম্যানেজমেন্ট আপত্তি জানালে অনিচ্ছা সত্ত্বেও ক্লাবটিতে আরও একটি মৌসুম থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন মেসি।
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live
- পাকিস্তান বনাম শ্রীলংকা লাইভ টিভি | Pakistan Vs Srilanka Live
- ইংল্যান্ড বনাম আফগানিস্তান লাইভ খেলা
























