Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ১২ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৮ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২১:২১, ১৮ অক্টোবর ২০২০

বাংলাদেশ-নেপাল প্রীতি ম্যাচ ১৩ ও ১৭ নভেম্বর

ফাইল ছবি

ফাইল ছবি

আগেই চূড়ান্ত ছিল নভেম্বরে ফিফা উইন্ডোতে নেপালের সঙ্গে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। তবে ম্যাচ দুটির দিনক্ষণ ও ভেন্যু চূড়ান্ত ছিল না। যা এবার ঠিক হলো। দুই পক্ষ আলোচনার মাধ্যমে ঠিক করেছে ১৩ ও ১৭ নভেম্বর অনুষ্ঠিত হবে ম্যাচ দুটি। ভেন্যু- বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। বলেন, ‘মৌখিকভাবে চূড়ান্ত হয়েছে নেপালের সঙ্গে বাংলাদেশ দুইটি ম্যাচ খেলবে ১৩ ও ১৭ নভেম্বর। ম্যাচ দুইটি অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে।’

করোনা বিরতির আগে বাংলাদেশ সবশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছে জানুয়ারিতে। বঙ্গবন্ধু গোল্ডকাপে বুরুন্ডির বিপক্ষে ম্যাচ ছিল সেটি। আর বঙ্গবন্ধু স্টেডিয়ামে সবশেষ ম্যাচ হয়েছে মার্চে, প্রিমিয়ার লিগ ফুটবল চলছিল তখন।

নেপাল ম্যাচ সামনে রেখে বাংলাদেশ প্রস্তুতি শুরু করবে ২৩ নভেম্বর। দলটির বিপক্ষে বাংলাদেশ সবশেষ মুখোমুখি হয়েছিল ২০১৮ সালে, ঘরের মাঠে অনুষ্ঠিত সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে। সেই ম্যাচে ২-০ গোলে হেরেছিল বাংলাদেশ। প্রায় দুই বছর পর সেই বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামেই আবার নেপালের মুখোমুখি হবেন জামাল ভূঁইয়ারা।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়