Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ১২ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৮ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৬:২৩, ১৯ অক্টোবর ২০২০

টানা ৩ ম্যাচে ব্যর্থ দুই তামিমের জুটি

সংগৃহীত

সংগৃহীত

একজন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। আরেকজন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের ওপেনার তানজিদ হাসান তামিম। অভিজ্ঞ ও তারুণ্যের এই যুগলবন্দী পরপর তিন ম্যাচেই দর্শকদের হতাশ করল।

প্রথমে আউট হয়েছেন যুব বিশ্বকাপজয়ী ক্রিকেট দলের ওপেনার তানজিদ হাসান তামিম তথা ছোট তামিম। রুবেল হোসেনের বলে খেলতে গিয়ে নাঈম শেখের হাতে ক্যাচ দেন তিনি। ৯ বল খেলে আউট হলেন ১ রানে।

মূলতঃ ফ্ল্যাশ করতে গিয়ে প্রথম স্লিপে ক্যাচ তুলে দেন তিনি। প্রথম উইকেটের পতন ঘটে ৯ রানে (২.৫ ওভার)।

এরপর ওয়ান ডাউনে ব্যাট করতে নামেন এনামুল হক বিজয়। দ্বিতীয় উইকেট হিসেবে সাজঘরের পথ ধরেন অধিনায়ক তামিম ইকবাল। আবু হায়দার রনির বলে সাব্বির রহমানের হাতে ক্যাচ দেন তিনি।

অফ স্ট্যাম্পের অন্তত ১৮ ইঞ্চি বাইরের বলকে প্রচন্ড জোরে স্কোয়ার কাট করতে গিয়ে মাঝ ব্যাটে রাখতে পারেননি তামিম। বল বেশি বাইরে থাকায় শরীর ও পা কাছে ছিল না। যে কারনে বল মাটির ওপরে ছিল।

প্রায় ৫ ফুট উচ্চতা দিয়ে যাওয়া সেই বলকে অসামান্য দক্ষতা ও দারুণ ক্ষিপ্রতায় ধরে ফেলেন সাব্বির। বল তার বাঁ-দিক দিয়ে চলে যাচ্ছিল। সাব্বির শূন্যে শরীর ছুঁড়ে দিয়ে সেটা ধরে ফেললে তামিম সাজঘরে ফিরে যান। দ্বিতীয় উইকেটের পতন ঘটে ১১ রানে (৩.৬ ওভারে)।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়