Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ১২ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৮ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২১:৫৫, ১৯ অক্টোবর ২০২০

ইন্দোনেশিয়ার অনলাইন শুটিংয়ে বাকীর ব্রোঞ্জ

সংগৃহীত

সংগৃহীত

করোনাভাইরাসের বিরতি কাটিয়ে পর পর দুটি প্রতিযোগিতায় অংশ নিয়েই পদক জিতলেন দেশসেরা শুটার আব্দুল্লাহ হেল বাকী।

রোববার শেখ রাসেল অনলাইন আন্তর্জাতিক শুটিং চ্যাম্পিয়নশিপে ছেলেদের ১০ মিটার এয়ার রাইফেলে ব্রোঞ্জ জেতেন বাকী। আর সোমবার একই ইভেন্টে ব্রোঞ্জ জিতলেন ইন্দোনেশিয়া শুটিং স্পোর্ট ফেডারেশনের আয়োজনে অনলাইন প্রতিযোগিতায়।

এদিন বাকীর স্কোর ৫৯৫ স্কোর। তবে আগের দিন তার স্কোর ছিল ৬১৭.৩।

বাকী অবশ্য স্কোর এমনকি পদক নিয়েও অততটা ভাবছেন না। তার মনে রেঞ্জে ফেরার আনন্দটাই বেশি, ‘আসলে পদক জিতেছি এটা আমার কাছে বড় কিছু নয়। অনেক দিন পর অনুশীলনে ফিরেছি, অনেক দিন পর প্রতিযোগিতায় নেমেছি, এটাই সবচেয়ে বড় স্বস্তি।’

ইন্দোনেশিয়ার এই প্রতিযোগিতায় সোনা ও রুপা দুটিই জিতেছেন স্বাগতিক দেশের শুটাররা। ৫৯৮ স্কোর করে রুপা জেতেন ইউসুফ এসেমার। আর ৬০০ স্কোর করে সোনা জেতেন বোলো প্রিয়ান্তো।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়