Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ১২ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৮ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৩:৫৯, ২২ অক্টোবর ২০২০

‘আমরা ফাইনালে খেলার যোগ্যতা রাখি না’

ফাইল ছবি

ফাইল ছবি

বুধবার বিসিবি প্রেসিডেন্টস কাপে রাউন্ড রবিন পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছিল নাজমুল একাদশ ও তামিম একাদশ। গুরুত্বপূর্ণ ম্যাচটিতে নাজমুল একাদশের কাছে ৭ রানে হেরে বিদায় নিয়েছে তামিমের দল। সহজ ম্যাচ হেরে যাওয়ায় হতাশা লুকিয়ে রাখতে পারেননি অধিনায়ক তামিম ইকবাল। নিজেরা ফাইনালে খেলার যোগ্যতা রাখেন না বলে মন্তব্য করেছেন তিনি। 

নাজমুল একাদশের বিপক্ষে ম্যাচটা কোনোমতে জিতলেই ফাইনালে উঠতেন তামিমরা। ৪১ ওভারের ম্যাচে তামিমদের লক্ষ্য মোটেও কঠিন কিছু ছিল না। মাত্র ১৬৪ রানের লক্ষ্যে নেমে এমন নাকানিচুবানি খেয়ে পরাজয় মেনে নিতে পারছেন না দেশসেরা ওপেনার। 

অর্ধশতক হাঁকিয়ে দলকে ভালো শুরু এনে দিয়েছিলেন তামিম। তবে তার বিদায়ের পর অন্য ব্যাটসম্যানরা আসা যাওয়ার মিছিলে শামিল হলে খেই হারিয়ে ফেলে দল। অবশ্য ব্যর্থতার জন্য তামিম নিজেকেও কাঠগড়ায় রাখছেন।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে হতাশা প্রকাশ করে তামিম বলেন, ‘পুরো টুর্নামেন্টে আমরা যেভাবে ব্যাটিং করেছি, তাতে আমার মনে হয় আমরা ফাইনালে খেলার যোগ্যতা রাখি না। আমি যখন আউট হয়েছিলাম তখনো কিন্তু বলের সঙ্গে রানের ব্যবধান অনেক ছিল। প্রয়োজনীয় রানের চেয়ে ৩০ বল বেশি ছিল। কিন্তু ঐ জায়গা থেকে যে এভাবে ম্যাচ হারবো এটা আমি নিজেও কল্পনা করিনি। তিন ম্যাচেই আমরা দল হিসেবে ভালো ব্যাট করতে পারিনি।’

চার ম্যাচের মধ্যে মাত্র একটিতে জিতেছে তামিম একাদশ। ব্যাটসম্যানরা ব্যর্থ হলেও বোলারদের প্রশংসা করতে ভোলেননি তামিম। তিনি বলেন, ‘সব ম্যাচেই আমাদের বোলিং ইউনিট ভালো পারফর্ম করেছে। সাইফউদ্দিন, শরিফুল, মেহেদী ওদের পারফরম্যান্স সত্যিই ভালো ছিল। তবে আমিসহ সকল ব্যাটসম্যানের পারফরম্যান্স যতটা ভালো হওয়ার কথা ছিল তার কাছাকাছিও যায়নি।’

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়