স্পোর্টস ডেস্ক
প্রেসিডেন্টস কাপের ফাইনাল সরাসরি দেখা যাবে টিভিতে
ফাইল ছবি
শুরুর মতো শেষের লড়াইটাও হচ্ছে তাদের ভেতরেই। গত ১১ অক্টোবর প্রেসিডেন্টস কাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল মাহমুদউল্লাহ রিয়াদ আর নাজমুল হোসেন শান্তর দল। আগামীকাল (২৩ অক্টোবর) ফাইনালেও আবার শান্ত ও রিয়াদের দলই মুখোমুখি।
সবার জানা, প্রথম দিন লো স্কোরিং গেমে দুই তরুণ তৌাহিদ হৃদয় আর ইরফান শুক্কুরের জোড়া হাফসেঞ্চুরিতে ৪ উইকেটের জয়ে আসর শুরু করেছিল শান্ত বাহিনী। রবিন লিগের ফিরতি পর্বের লড়াইয়ে শান্ত বাহিনী জিতেছে আরও অনেক বড় ব্যবধানে (১৩১ রানে)। তার মানে প্রেসিডেন্টস কাপে শান্তর দলের সাথে এখনও পেরে ওঠেনি রিয়াদের দল।
শুধু তাই নয়, পুরো আসরে শান্ত বাহিনী মাত্র একবারই হেরেছে, তবে সেটা রিয়াদের দলের কাছে নয়, তামিম বাহিনীর কাছে। এবারের প্রেসিডেন্টস কাপে তামিমের দল একটি ম্যাচই জিতেছে, সেটা ঐ শান্ত বাহিনীর বিপক্ষে।
তবে ফাইনালের আগে পুরো আসরে একচ্ছত্র দাপট দেখিয়েছে শান্তর দল। বিশেষ করে ফাইনালের প্রতিপক্ষ রিয়াদ বাহিনীর বিপক্ষে শান্তর দলের সাফল্যর হার শতভাগ।
এখন ফাইনালে কী হবে? রবিন লিগের দুই পর্বে অনায়াসে জেতা রিয়াদের দলকে আবার হারিয়েই ট্রফি জিতবেন সৌম্য, মুশফিক, শান্ত, আফিফরা? নাকি রবিন লিগে দুইবার শান্ত বাহিনীর কাছে হার মানা রিয়াদের দল ফাইনালে ঘুরে দাঁড়িয়ে হাসবে শেষ হাসি?- সেটাই দেখার। শুক্রবার রাতেই জানা যাবে সে প্রশ্নর উত্তর।
এদিকে ক্রিকেট অনুরাগিদের জন্য আছে সুখবর। এমনিতেই ফেসবুকে লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে প্রেসিডেন্টস কাপের সব ম্যাচ দেখা যাচ্ছে। পাশাপাশি শুক্রবারের রিয়াদ বাহিনী আর শান্ত একাদশের ফাইনাল সরাসরি টেলিভিশেনেও দেখা যাবে। বাংলাদেশ টেলিভিশন প্রেসিডেন্টস কাপের ফাইনাল সরাসরি সম্প্রচার করবে। ক্রিকেট অনুরাগিরা ঘরে বসেই খেলাটি সরাসরি দেখতে পাবেন।
তবে রবিন লিগের ম্যাচগুলোর টাইম মেনে আবার দুপুর দেড়টায় টিভি অন করবেন না যেন। শুক্রবার যেহেতু, জুমার নামাজ আছে। তাই নামাজের কারণে ফাইনাল অন্য ম্যাচ গুলোর তুলনায় আধঘন্টা দেরিতে শুরু হবে। রবিন লিগের সব ম্যাচ দুপুর দেড়টায় শুরু হলেও, শুক্রবার ফাইনাল শুরু হবে ২টায়।
আইনিউজ/এসডিপি
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live
- পাকিস্তান বনাম শ্রীলংকা লাইভ টিভি | Pakistan Vs Srilanka Live
- ইংল্যান্ড বনাম আফগানিস্তান লাইভ খেলা
























