Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ১২ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৮ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২২:৫৮, ২২ অক্টোবর ২০২০

‘সাকিব ফিরেই মিরাকল পারফরম্যান্স করবে না’

ফাইল ছবি

ফাইল ছবি

আর মাত্র কয়েকদিন। আগামী ২৯ অক্টোবর আইসিসির এক বছরের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে সাকিব আল হাসানের। ভক্ত-সমর্থক থেকে শুরু করে বাংলাদেশ ক্রিকেট দলের সবাই সাকিবের ফেরার অপেক্ষায়। যার ব্যতিক্রম নন জাতীয় দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো।

একই সঙ্গে প্রত্যাশার মাত্রাতেও লাগাম দিয়ে রাখতে বলছেন দক্ষিণ আফ্রিকান এই কোচ। দীর্ঘদিন খেলার বাইরে ছিলেন সাকিব। মাঠে ফেরার পর মানিয়ে নিতে তাকে সময় দিতে হবে বলে মনে করেন ডমিঙ্গো। সাকিব ফিরেই যে আকাশছোঁয়া পারফরম্যান্স করে ফেলবেন, এভাবে ভাবছেন না প্রোটিয়া এই কোচ। 

এ ব্যাপারে বৃহস্পতিবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে টাইগারদের কোচ বলেন, “সাকিব অন্য সব ক্রিকেটারদের মতোই। মাঠে ফেরার আগে তার পর্যাপ্ত অনুশীলন করা গুরুত্বপূর্ণ। আপনি যদি মনে করেন নিষেধাজ্ঞা শেষে সে মাঠে ফিরবে এবং অলৌকিক কিছু করবে। এটা সম্ভব নয়। এ জন্য ধৈর্য ধরতে হবে।”

“অনুশীলনে থ্রো-ডাউন, বোলিং মেশিনে খেলা আর ১৪০ কিলোমিটারের গতির বলের মুখোমুখি হওয়ার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। তাকে পায়ের নিচে মাটি খুঁজে নিতে হবে এবং আত্মবিশ্বাস ফিরে পেতে হবে।”

করোনাভাইরাস মহামারির কারণে কোনো ম্যাচ না খেলায় সাকিবের নিষেধাজ্ঞার কারণে তেমন ভুগতে হয়নি বাংলাদেশ দলকে। চলতি বছরে কোনো ম্যাচ নেই তাদের।

তাই নতুন বছরে সাকিবকে আগাম শুভকামনা ডমিঙ্গোর, “আমরা জানি যে, সে একজন অসাধারণ দক্ষতাসম্পন্ন ক্রিকেটার। তাই আমার প্রত্যাশা, বাংলাদেশের হয়ে ২০২১ সালটা দুর্দান্ত কাটবে তার।”

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়