Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ১২ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৮ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৫:০৭, ২৪ অক্টোবর ২০২০

এই বছরটা আমাদের ছিল না: ধোনি

মহেন্দ্র সিং ধোনি

মহেন্দ্র সিং ধোনি

বাঁচা-মরার ম্যাচে মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে দাঁড়াতেই পারল না চেন্নাই সুপার কিংস। পয়েন্ট টেবিলের তলানিতে থেকে শেষ চারে জায়গা পাওয়াটা অসম্ভব মেনে নিয়েছেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। জানালেন, এবারের আসরে দলের পারফরম্যান্সে কষ্ট পাচ্ছেন তিনি।

সংযুক্ত আরব আমিরাতে আইপিএল’র ত্রয়োদশ আসরে আট দলের মধ্যে একেবারে তলানির দল চেন্নাই। এগারো ম্যাচে মাত্র দুটি জিতে তারে পয়েন্ট ৬। অর্থাৎ দলটির শেষ চারে যাওয়ার সম্ভাবনা কার্যত শেষ।

দলের ব্যর্থতা নিয়ে ধোনি বলেন, “আমাদের প্রয়োজন কোথায় ত্রুটি হচ্ছে তা খতিয়ে দেখা। দ্বিতীয় ম্যাচ থেকেই আমরা হারিয়ে গিয়েছি। বিশেষ করে এই বছরে। ৮ উইকেট হোক বা ১০ উইকেটে হার, এগুলো আর বিশেষ কিছু তারতম্য আনে না। আমাদের স্বীকার করতেই হবে, এই বছরটা আমাদের ছিল না। টুর্নামেন্টের এই পর্যায়ে এটা সত্যি ব্যথা দেয়।”

ধোনি আত্মসমালোচনা করার ভঙ্গিতে জানিয়েছেন, “হারের একশোটা কারণ থাকতে পারে। তবে আমাদের নিজেদের প্রশ্ন করতে হবে, পরিস্থিতি যাই হোক না কেন, আমরা সত্যি যোগ্যতা অনুযায়ী খেলতে পেরেছি কি-না! খাতায় কলমে ভালো দল গড়ার পরেও তারকাদের আমরা কি ঘুরে দাঁড়াতে পেরেছি?”

চলতি টুর্নামেন্টে ভাগ্যের সাহায্যও পাননি তারা, স্বীকার করছেন ধোনি, “বোলিং নিয়ে সমস্যা ছিল। আম্বাতি রায়াডু চোট পেয়ে গেল। বাকিরাও নিজেদের সেরাটা দিতে ব্যর্থ হয়েছে। কঠিন সময়ে একটু ভাগ্যের প্রয়োজন হয়। যে ম্যাচে আমরা শুরুতে ব্যাট করতে চেয়েছিলাম, সেখানে টস হেরেছি। এবং কোনো শিশির ছিল না। আমরা আবার যখনই ব্যাট করেছি শুরুতে, শিশির পেয়েছি।”

বাকি নিয়মরক্ষার তিন ম্যাচে যে দলের তরুণদের সুযোগ দেওয়া হবে, তা খোলসা করে দিয়েছেন মাহি, “বেশ কিছু তরুণ আগামী মৌসুমের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে। সামনের ম্যাচে রিজার্ভ বেঞ্চে বসে থাকা তরুণদের সুযোগ দেওয়া হবে।”

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়