Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ১২ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৮ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৪:০২, ২৬ অক্টোবর ২০২০

প্রেসিডেন্টস কাপে যারা যে পুরস্কার পেলেন

ফাইল ছবি

ফাইল ছবি

শেষ হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি) আয়োজিত তিন দলের ‘বিসিবি প্রেসিডেন্টস কাপ’। প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন মাহমুদউল্লাহ একাদশ।

রোববার ফাইনাল ম্যাচে নাজমুল একাদশকে ৭ উইকেটে হারিয়েছে মাহমুদউল্লাহ একাদশ। এদিন নাজমুল একাদশের দেয়া ১৭৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ২৯.৪ ওভারে ৩ হারিয়ে জয় তুলে নেয় মাহমুদউল্লাহ একাদশ।

এক নজরে দেখে নিন টুর্নামেন্টে কে কী পুরস্কার পেলো:

চ্যাম্পিয়ন: মাহমুদউল্লাহ একাদশ

রানার্স আপ: নাজমুল একাদশ

ম্যান অব দ্য ফাইনাল: সুমন খান (মাহমুদউল্লাহ একাদশ)

ম্যান অব দ্য টুর্নামেন্ট: মুশফিকুর রহিম (নাজমুল একাদশ)

ফাইনাল ম্যাচের সেরা ব্যাটসম্যান: ইরফান শুক্কুর (নাজমুল একাদশ)

ফাইনাল ম্যাচের সেরা বোলার: সুমন খান (মাহমুদউল্লাহ একাদশ)

ফাইনাল ম্যাচের সেরা ফিল্ডার: নুরুল হাসান সোহান (মাহমুদউল্লাহ একাদশ)

টুর্নামেন্টের সেরা ব্যাটসম্যান: ইরফান শুক্কুর (নাজমুল একাদশ)

টুর্নামেন্টের সেরা বোলার: রুবেল হোসেন (মাহমুদউল্লাহ একাদশ)

টুর্নামেন্টের সেরা ফিল্ডার: নুরুল হাসান সোহান (মাহমুদউল্লাহ একাদশ)

বেস্ট কামব্যাক প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট: তাসকিন আহমেদ (নাজমুল একাদশ)

বেস্ট প্রমিজিং প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট: রিশাদ আহমেদ (নাজমুল একাদশ)

স্পেশাল অ্যাওয়ার্ড: মোহাম্মদ সাইফউদ্দিন (তামিম একাদশ), মেহেদী হাসান (তামিম একাদশ), সুমন খান (মাহমুদউল্লাহ একাদশ), আফিফ হোসেন (নাজমুল একাদশ), তৌহিদ হৃদয় (নাজমুল একাদশ)।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়