Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ১২ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৮ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৪:১৪, ২৭ অক্টোবর ২০২০

পুরুষ ফুটবল দলের প্রথম নারী কোচ ফাইজা

ফাইজা হায়দার। ছবি: সংগৃহীত

ফাইজা হায়দার। ছবি: সংগৃহীত

রাস্তায় ছেলেদের সঙ্গে ফুটবলে কারিকুরি করে তার বেড়ে ওঠা। এক পর্যায়ে দায়িত্বপালন করেন মিসরের জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক হিসেবে। খেলোয়াড়ী জীবনে ইতি টেনে কোচিংয়েও সবাইকে অবাক করলেন ফাইজা হায়দার। প্রথম নারী হিসেবে পেশাদার ফুটবল ক্লাবের কোচ হিসেবে নাম লেখালেন তিনি।

রয়টার্সসহ সংবাদ মাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, নীল নদ তীরবর্তী গিজা শহরের চতুর্থ বিভাগের ক্লাব আইডিয়াল গোল্ডির কোচ হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন ফাইজা। এ ব্যাপারে ৩৬ বছর বয়সী সাবেক এই ফুটবলার বলেন, “শুরুতে কিছুটা অস্বস্তিতে পড়েছিলাম। কিন্তু পরবর্তীতে বুঝতে পারলাম তারা আমার কাছ থেকে সত্যিকার অর্থেই কিছু শিখতে চায়, নিজেদের দক্ষতা বাড়াতে চায়।”

ফাইজা আরো জানিয়েছেন মিসরের নারী ও পুরুষ কোচদের মধ্যে কেবলমাত্র তিনিই ইংল্যান্ডের প্রিমিয়ার লিগ কর্তৃক স্বীকৃত প্রিমিয়ার স্কিলস কোচ এডুকেটর মর্যাদা অর্জন করেছেন।

ফাইজার মা খোদরা আবডালরাহমান বলেন, “আমি তাকে ফুটবলে যেতে নিষেধ করেছিলাম। কিন্তু সে আমার কথা শোনেনি, কারন সে ফুটবলকে ভালবাসে। এরপর আমি তাকে ছেড়ে দিয়েছি ও সৃষ্টিকর্তার কাছে তাকে সহযোগিতা করার প্রার্থণা করেছি। এখন সে পুরো দেশের গর্ব।”

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়