Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ১২ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৮ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২০:৫৩, ২৭ অক্টোবর ২০২০

এখনই অবসর নিচ্ছি না: গেইল

ক্রিস গেইল

ক্রিস গেইল

আইপিএলের এবারের আসরে প্রথম সাত ম্যাচ গেইলকে ছাড়াই খেলেছে কিংস ইলেভেন পাঞ্জাব। এই সময়ে দলটার অবস্থা মোটেও ভালো ছিল না। তবে ক্যারিবীয় তারকা ফিরতেই যেন বদলে গেছে পাঞ্জাব। গেইল মাঠে ফেরার পর টানা ৫ ম্যাচ জিতেছে দলটি।

রবিবার গেইলের ২৯ বলে ৫১ রানের সুবাদে কলকাতাকে ৮ উইকেটে হারায় লোকেশ রাহুলের দল। প্লে-অফের দৌড়েও এখন ভালোভাবেই আছে দলটি। ম্যাচ জেতানো ইনিংস খেলে দারুণ খুশি ৪১ বছর বয়সী গেইল। ম্যাচ শেষে যিনি নিজের অবসর নিয়েও মুখ খোলেন।

কলকাতার বিপক্ষে গেইলের পাশাপাশি মানদিপ খেলেন ৫৬ বলে ৬৬ রানের অপরাজিত ইনিংস। ম্যাচ শেষে মানদিপের সঙ্গে আলাপচারিতায় অংশ নেন গেইল। যেখানে ওঠে আসে ‘ইউনিভার্স বস’র অবসর প্রসঙ্গ। আইপিএলের ওয়েবসাইটে যে ভিডিও প্রকাশ করা হয়েছে।

কথোপকথনের মাঝে গেইলকে কখনো অবসর না নেওয়ার জন্য বলেন মানদিপ। গেইল যার জবাবে বলেন, ‘অবসরের ভাবনা বাদ। এখনই অবসর নিচ্ছি না।’

উল্লেখ্য, আইপিএলের এবারের আসরে রবিবার গেইল নিজের দ্বিতীয় হাফ সেঞ্চুরি হাঁকালেন। ৫ ম্যাচ শেষে গেইলের নামের পাশে এখন ১৭৭ রান।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়