Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ১২ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৮ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২১:৪৩, ২৭ অক্টোবর ২০২০

ক্রীড়া সাংবাদিক মোস্তাক আহমেদ আর নেই

মোস্তাক আহমেদ খান

মোস্তাক আহমেদ খান

বংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপি)-এর স্থায়ী সদস্য মোস্তাক আহমেদ খান আর নেই। মঙ্গলবার দুপুর ২টা ৪৫ মিনিটে হঠাৎ হৃদক্রীয়া বন্ধ হয়ে ৫৫ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। মোস্তাক আহমেদ খানের আকস্মিক মৃত্যুতে বিএসপিএ গভীর শোক প্রকাশ করেছে।

মঙ্গলবার এশার নামাজের পর যাত্রাবাড়ী ছনটেক জামে মসজিদে জানাযার শেষে তার মরদেহ কুমিল্লার নিজগ্রামে নিয়ে যাওয়া হয়েছে আর সেখানেই তার দাফনের কাজ সম্পন্ন হবে।

মোস্তাক আহমেদ বিডি স্পোর্টস ডটকমে কাজ করতেন। ৫৫ বছর বয়সী সদালাপী এই ক্রীড়া সাংবাদিক ছিলেন বাংলাদেশ স্পোর্টস প্রেস এসোসিয়েশন (বিএসপিএ)-এর সদস্য। ক্রীড়া সাংবাদিকদের এই সংগঠনের বার্ষিক ক্রীড়া আসর স্পোর্টস কার্নিভালে অংশ নিতে আসেন মোস্তাক। আজ (মঙ্গলবার) ব্যাডমিন্টনের উডেন ফ্লোরে খেলায় নামেন তিনি। এককে হন রানার্সআপ। দ্বৈতের খেলা চলাকালীন হঠাৎ মাটিতে পড়ে যান। সতীর্থরা তাকে সঙ্গে সঙ্গে কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসকরা জানান, বেঁচে নেই মোস্তাক।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়