আইনিউজ ডেস্ক
মুক্ত সাকিব
শেষ হলো সব ধরনের ক্রিকেটের ওপর সাকিব আল হাসানের এক বছরের নিষেধাজ্ঞা। আজ থেকে খেলাসহ ক্রিকেট কার্যক্রমে অংশ নিতে কোনো বাধা নেই তারকা এই অলরাউন্ডারের। ফের বাংলাদেশ ক্রিকেটের অবিচ্ছেদ্য অংশ হতে মুখিয়ে তিনি।
জুয়াড়ির কাছ থেকে একাধিকবার সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষকে না জানানোয় গত বছরের ২৯ অক্টোবর সাকিবকে নিষিদ্ধ করে আইসিসি। দুই বছরের নিষেধাজ্ঞা দেওয়া হলেও এর মধ্যে এক বছরের শাস্তি স্থগিত। সে অনুযায়ী, আজ বৃহস্পতিবার নিষেধাজ্ঞামুক্ত হলেন দেশ সেরা এই ক্রিকেটার।
নতুন করে মাঠে ফিরে নিজের সেরাটা খেলতে চান বলে জানালেন সাকিব। তার ক্রিকেটে ফেরার উপলক্ষ রাঙিয়ে রাখতে নিউইয়র্কে সম্প্রতি আয়োজন করা হয় শুভেচ্ছা বিনিময় সন্ধ্যা। তাতে নিজের নিষেধাজ্ঞা সময়ের অভিজ্ঞতার পাশাপাশি ভবিষ্যৎ পরিকল্পনার কথাও জানান সাকিব।
“ভালো লাগছে। দোয়া করবেন, যেন দেশের জন্য ভালো খেলতে পারি। আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের ক্রিকেটকে আরও উজ্জ্বল করে তুলতে চেষ্টার কমতি থাকবে না আমার। যতটা সম্ভব সেরা খেলা উপহার দেওয়ার চেষ্টা করব।”
নিষেধাজ্ঞার কারণে খুব বেশি ক্রিকেট মিস করতে হয়নি সাকিবকে। কেননা করোনার কারণে দীর্ঘ একটা সময় কোনো ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট মাঠে গড়ায়নি।
মার্চের পর ঘরোয়া ক্রিকেট ফেরার কার্যক্রম শুরু হলেও এখনো আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারেনি বাংলাদেশ। নিষেধাজ্ঞার কারণে সাকিব মিস করেছেন কেবল ভারত সফর, পাকিস্তান সফর ও ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ।
বাংলাদেশের শ্রীলঙ্কা সফরে দ্বিতীয় টেস্ট দিয়ে সাকিবের অফিশিয়াল ক্রিকেটে ফেরার কথা ছিল। কিন্তু সফরটি স্থগিত হয়ে যাওয়ার পর দেশে ফিরেও গত ১ অক্টোবর আবার যুক্তরাষ্ট্রে ফিরে যান সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার।
এদিকে, বিবিসি সভাপতি নাজমুল হাসান পাপন কদিন আগেই জানিয়েছেন, আগামী মাসে বিসিবি’র ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট দিয়ে সাকিব ক্রিকেটে ফিরবেন। সে হিসেবেই নভেম্বরের প্রথম সপ্তাহেই দেখা যাবে সাকিবের খেলা।
শেষ হলো সব ধরনের ক্রিকেটের ওপর সাকিব আল হাসানের এক বছরের নিষেধাজ্ঞা। আজ থেকে খেলাসহ ক্রিকেট কার্যক্রমে অংশ নিতে কোনো বাধা নেই তারকা এই অলরাউন্ডারের। ফের বাংলাদেশ ক্রিকেটের অবিচ্ছেদ্য অংশ হতে মুখিয়ে তিনি।
জুয়াড়ির কাছ থেকে একাধিকবার সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষকে না জানানোয় গত বছরের ২৯ অক্টোবর সাকিবকে নিষিদ্ধ করে আইসিসি। দুই বছরের নিষেধাজ্ঞা দেওয়া হলেও এর মধ্যে এক বছরের শাস্তি স্থগিত। সে অনুযায়ী, আজ বৃহস্পতিবার নিষেধাজ্ঞামুক্ত হলেন দেশ সেরা এই ক্রিকেটার।
নতুন করে মাঠে ফিরে নিজের সেরাটা খেলতে চান বলে জানালেন সাকিব। তার ক্রিকেটে ফেরার উপলক্ষ রাঙিয়ে রাখতে নিউইয়র্কে সম্প্রতি আয়োজন করা হয় শুভেচ্ছা বিনিময় সন্ধ্যা। তাতে নিজের নিষেধাজ্ঞা সময়ের অভিজ্ঞতার পাশাপাশি ভবিষ্যৎ পরিকল্পনার কথাও জানান সাকিব।
“ভালো লাগছে। দোয়া করবেন, যেন দেশের জন্য ভালো খেলতে পারি। আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের ক্রিকেটকে আরও উজ্জ্বল করে তুলতে চেষ্টার কমতি থাকবে না আমার। যতটা সম্ভব সেরা খেলা উপহার দেওয়ার চেষ্টা করব।”
নিষেধাজ্ঞার কারণে খুব বেশি ক্রিকেট মিস করতে হয়নি সাকিবকে। কেননা করোনার কারণে দীর্ঘ একটা সময় কোনো ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট মাঠে গড়ায়নি।
মার্চের পর ঘরোয়া ক্রিকেট ফেরার কার্যক্রম শুরু হলেও এখনো আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারেনি বাংলাদেশ। নিষেধাজ্ঞার কারণে সাকিব মিস করেছেন কেবল ভারত সফর, পাকিস্তান সফর ও ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ।
বাংলাদেশের শ্রীলঙ্কা সফরে দ্বিতীয় টেস্ট দিয়ে সাকিবের অফিশিয়াল ক্রিকেটে ফেরার কথা ছিল। কিন্তু সফরটি স্থগিত হয়ে যাওয়ার পর দেশে ফিরেও গত ১ অক্টোবর আবার যুক্তরাষ্ট্রে ফিরে যান সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার।
এদিকে, বিবিসি সভাপতি নাজমুল হাসান পাপন কদিন আগেই জানিয়েছেন, আগামী মাসে বিসিবি’র ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট দিয়ে সাকিব ক্রিকেটে ফিরবেন। সে হিসেবেই নভেম্বরের প্রথম সপ্তাহেই দেখা যাবে সাকিবের খেলা।
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live
- পাকিস্তান বনাম শ্রীলংকা লাইভ টিভি | Pakistan Vs Srilanka Live
- ইংল্যান্ড বনাম আফগানিস্তান লাইভ খেলা
























