Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ১২ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৮ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২০:২৫, ২৯ অক্টোবর ২০২০

ঢাকায় ফিরলেন জামাল ও জেমি

সংগৃহীত

সংগৃহীত

নেপালের বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ সামনে রেখে ঢাকায় ফিরেছেন বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভূঁইয়া ও প্রধান কোচ জেমি ডে।

মার্চে করোনা প্রাদুর্ভাবের কারণে সব ধরনের খেলাই স্থগিত হয়ে যায়। ওই সময় ডেনমার্ক প্রবাসী জামাল পরিবারের কাছে ফিরে যান। ইংলিশ কোচ জেমি ডেও ছুটি নিয়ে ফেরেন নিজ দেশে।

নেপাল ম্যাচ সামনে রেখে গত শনিবার শুরু হয় জাতীয় দলের অনুশীলন ক্যাম্প। দেশি কোচদের অধীনেই অনুশীলন চলছিল ফুটবলারদের।

জেমি ডের সঙ্গে এদিন ঢাকায় ফিরেছেন সহকারী কোচ স্টুয়ার্ট ওয়াটকিসি। এ ছাড়া নতুন নিয়োগ পাওয়া গোলরক্ষক কোচ লেস ক্লিভলিও এসেছেন তাদের সঙ্গে। তবে এখনই দলের সঙ্গে অনুশীলন সেশনে দেখা যাবে না তাদের। নিয়ম অনুযায়ী কোয়ারেন্টাইনে থাকবেন সবাই।

ঢাকায় ফিরে জেমি ডে জানালেন জামাল-তপুদের সঙ্গে কাজ করতে মুখিয়ে তিনি। বলেন, ‘ইংল্যান্ডে লম্বা সময় কাটালাম। এখন বাংলাদেশ দলের হয়ে পুনরায় কাজ শুরু করতে মুখিয়ে আছি। নেপালের বিপক্ষে দুটি ম্যাচ আছে। ছেলেরা অনুশীলনে ফিরেছে। সামনের দিনগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।’

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে ১৩ ও ১৭ নভেম্বর।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়