স্পোর্টস ডেস্ক
আপডেট: ২০:৩৩, ৩০ অক্টোবর ২০২০
বাংলাদেশকে না পেয়ে হতাশ শ্রীলঙ্কার কোচ
শ্রীলঙ্কার কোচ মিকি আর্থার
সবকিছু ঠিক থাকলে এই সময়টাতে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠের লড়াই করার কথা ছিল বাংলাদেশ ক্রিকেট দলের। টেস্ট চ্যাম্পিয়নশিপের তিনটি টেস্ট খেলতে দ্বীপদেশটিতে যাওয়ার কথা ছিল টাইগারদের। কিন্তু কোয়ারেন্টাইন ইস্যু নিয়ে লঙ্কান বোর্ডের কড়াকাড়িতে সিরিজটা ভেস্তে গেছে শেষ মুহূর্তে এসে। শ্রীলঙ্কার কোচ মিকি আর্থার বলছেন, শেষ মুহূর্তে এসে এই সিরিজ ভেস্তে যাওয়াতে বেশ হতাশ তিনি।
করোনাভাইরাসের প্রকোপকে পাশ কাটিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেট মাঠে ফিরেছে সেই জুলাইয়ে। বেশ কয়েকটি দেশ আন্তর্জাতিক সিরিজ খেলেও ফেলেছে। ঘরোয়া পর্যায়ে আইপিএল, শেফিল্ড শিল্ডের মতো জমজমাট টুর্নামেন্টগুলো চলছে দেদারছে। কিন্তু বাংলাদেশ এখনো আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারেনি, শ্রীলঙ্কাও তাই। ফলে তিন ম্যাচের সেই সিরিজটি স্থগিত হওয়ার বিষয়টি এখন বেশিই পোড়াচ্ছে আর্থারকে।
এক টুইট বার্তায় শ্রীলঙ্কান কোচ বলেন, 'পাকিস্তান বনাম জিম্বাবুয়ের খেলা দেখছি, অস্ট্রেলিয়ায় শেফিল্ড শিল্ড চলছে, রাতে আরব আমিরাতে আইপিএল হচ্ছে। এতসব দেখে আমার মনে পড়ছে, আজ শ্রীলঙ্কার বাংলাদেশের বিপক্ষে একটি টেস্ট ম্যাচে খেলার কথা ছিল।'
এর আগে আর্থার গণমাধ্যমকে বলেছিলেন, সিরিজটিকে সামনে রেখে চার মাস কঠোর অনুশীলন করেছিল তার দল, 'বাংলাদেশের এই সফর স্থগিত হওয়ায় আমরা খুব হতাশ। চার মাস ধরে আমরা কঠোর অনুশীলন করছিলাম, কিন্তু তা বিফলে গেলো।'
উল্লেখ্য, কোয়ারেন্টাইন ইস্যু নিয়ে দ্বিমতের কারণে শেষ মুহূর্তে ভেস্তে যায় বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ। শ্রীলঙ্কার স্বাস্থ্য বিভাগ চাইছিল দেশটিতে গিয়ে ১৪ দিন ঘরবন্দি থাকতে হবে বাংলাদেশ দলের সকল সদস্যকে। এই সময়ে অনুশীলন করা তো দূরের কথা হোটেলের রুম থেকে বেরুতেও পারতেন না বাংলাদেশি ক্রিকেটাররা।
গুরুত্বপূর্ণ একটা সিরিজের আগে ক্রিকেটারদের এমন ঘরবন্দি করে রাখার প্রস্তাবে রাজি হয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিষয়টি ক্রিকেটারদের মানসিকভাবে ধাক্কা দিত মনে করেছে বাংলাদেশ ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি। সেই কারণেই শ্রীলঙ্কায় আপাতত না যাওয়ার সিদ্ধান্ত নেয় বিসিবি।
আইনিউজ/এসডিপি
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live
- পাকিস্তান বনাম শ্রীলংকা লাইভ টিভি | Pakistan Vs Srilanka Live
- ইংল্যান্ড বনাম আফগানিস্তান লাইভ খেলা
























