স্পোর্টস ডেস্ক
এবারই শেষ নয়: ধোনি
মহেন্দ্র সিং ধোনি
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরে নিজেকে খুব একটা মেলে ধরতে পারেননি মহেন্দ্র সিংহ ধোনি। ব্যক্তিগত পারফরম্যান্সের মতো অনুজ্জ্বল তার দল চেন্নাই সুপার কিংসের পারফরম্যান্সও। ফলে অনেকেই ধোনির ক্যারিয়ারের শেষ দেখে ফেলেছেন। তবে এটাই তার শেষ আসর নয় বলে পরিষ্কার জানিয়ে দিয়েছেন সিএসকে অধিনায়ক ধোনি।
গত বছর ওয়ানডে বিশ্বকাপ থেকেই ধোনির পারফরম্যান্সে ভাটা পড়েছে। এটা অব্যাহত আছে আইপিএলের এবারের আসরেও। এখন পর্যন্ত কোন হাফ সেঞ্চুরি করতে পারেনি তিনি। একই সঙ্গে বেশ কয়েকবার দলকে জেতানোর সুযোগ পেয়েও হয়েছেন ব্যর্থ। চলতি টুর্নামেন্টে ১৩ ম্যাচে মাত্র ২০০ রান করেছেন ধোনি, গড় মাত্র ২৫.০০।
এমনকি গ্রুপ পর্বে সবার আগে বিদায় নিশ্চিত হয়েছে ধোনির দলের। তাই কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে চেন্নাইয়ের শেষ ম্যাচই তার আইপিএল ক্যারিয়ারের শেষ ম্যাচ ধরে নেয়া হয়েছিল। এ ম্যাচে টসের সময় সঞ্চালক ড্যানি মরিসন ধোনিকে প্রশ্ন করেন, চেন্নাইয়ের হয়ে এটি তার শেষ ম্যাচ কি-না। উত্তরে ধোনি সরাসরি বলেন, ‘অবশ্যই না।’
গত বছর বিশ্বকাপের সেমিফাইনালে ম্যাচ শেষ করে দলকে ফাইনালে তুলতে না পারায় ব্যাপক সমালোচনার সম্মুখীন হয়েছিলেন ধোনি। এরপর দীর্ঘদিন জাতীয় দলের বাইরে ছিলেন তিনি। ভক্তদের প্রত্যাশা ছিল আইপিএলে আরো একবার নিজেকে প্রমাণ করে জাতীয় দলে ফিরবেন মাহি। কিন্তু আইপিএল শুরুর আগে আগে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে দেন ভারতের সফলতম অধিনায়ক। তবে আইপিএলে যে তিনি আরো খেলবেন এ কথা এখন বলাই যায়।
আইনিউজ/এসডিপি
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live
- পাকিস্তান বনাম শ্রীলংকা লাইভ টিভি | Pakistan Vs Srilanka Live
- ইংল্যান্ড বনাম আফগানিস্তান লাইভ খেলা
























