Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ১২ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৮ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৪:৫৩, ২ নভেম্বর ২০২০
আপডেট: ১৪:৫৪, ২ নভেম্বর ২০২০

আমরা বাংলাদেশের কাছে খুব কৃতজ্ঞ: পিসিবি

পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান এহসান মানি

পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান এহসান মানি

শ্রীলংকা ক্রিকেট দলের টিম বাসে সন্ত্রাসীদের হামলার পর পাকিস্তানে বন্ধ হয়ে যায় আন্তর্জাতিক ক্রিকেট। আর তখন নিরাপত্তার কারণ দেখিয়ে অনেক দেশ পাকিস্তানে ক্রিকেট খেলতে যায়নি।

তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড দল পাঠিয়েছে। আর তাতেই কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পিসিবি চেয়ারম্যান এহসান মানি। জিম্বাবুয়ের বিপক্ষে নিজেদের দেশে সিরিজ খেলছে পাকিস্তান। 

রোববার রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে ছিল দ্বিতীয় ওয়ানডে ম্যাচ শেষে আসন্ন আন্তর্জাতিক সফরের ভবিষ্যৎ সম্পর্কে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান এহসান মানি বলেন, ইংল্যান্ড থেকে একটি ক্লাব সংক্ষিপ্ত সফরে আসবে। সামনের দুই বছরে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ দুটি আসর আছে।

বাংলাদেশসহ কয়েকটি দেশের বোর্ডের প্রতি সন্তোষ প্রকাশ করে মানি বলেন, ‘দল পাঠানোয় আমরা বাংলাদেশ, শ্রীলংকা এবং এখন খেলতে আসা জিম্বাবুয়ের কাছে খুব কৃতজ্ঞ। আমাদের নিরাপত্তা ব্যবস্থায় তারা স্বাচ্ছন্দ্য ছিল।

মানি আরো বলেন, ইংল্যান্ডকে নিয়ে আমরা খুব আশাবাদী। তাদের শীর্ষস্থানীয় কয়েক জন কর্মকর্তা আসবেন। আশা করছি তারাও দল পাঠাবে।

শ্রীলংকা জাতীয় দলের ওপর ভয়াবহ হামলার পর গত কয়েক বছরে প্রভাবশালী ক্রিকেট খেলুড়ে দেশগুলো পাকিস্তানে তাদের দল পাঠায়নি। পাকিস্তান খুব চেষ্টা করছে এই পরিস্থিতি কাটিয়ে ওঠার।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়