Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ১২ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৮ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৫:৪৬, ২ নভেম্বর ২০২০

বৃহস্পতিবার দেশে ফিরছেন সাকিব

সাকিব আল হাসান

সাকিব আল হাসান

গত ২৯ অক্টোবর থেকে সকল ধরণের নিষেধাজ্ঞা থেকে মুক্ত হয়েছেন সাকিব আল হাসান। বাজিকরদের কাছ থেকে অফার পেয়ে তা গ্রহণ না করলেও, সেটা নিজ বোর্ড কিংবা আইসিসির কাছে না জানানোর অপরাধে এক বছরের নিষেধাজ্ঞা ভোগ করতে হয়েছে চ্যাম্পিয়ন অলরাউন্ডারকে।

এখন যত কথা তাকে নিয়ে। সাকিব কবে দেশে ফিরবেন? যুক্তরাষ্ট্র থেকে দেশে এসে আবার কবে মাঠে ফেরার প্রস্তুতি শুরু করবেন? তা জানতে সবার কৌতূহল।

সবার একটাই কৌতূহলী প্রশ্ন, নিষেধাজ্ঞামুক্ত হওয়ার পর এখন আবার কবে দেশে ফিরবেন সাকিব? এবারও কি আগের মতো বিকেএসপিতে নিবিড় অনুশীলন করবেন? আবার সেই ছাত্রজীবনের শিক্ষক নাজমুল আবেদিন ফাহিম ও গুরু মেন্টর মোহাম্মদ সালাউদ্দীনের অধীনেই চলবে বিকেএসপিতে অনুশীলন?

খোঁজ নিয়ে জানা গেছে, এবার আর বিকেএসপিতে আবাসিক অনুশীলন নয়। দেশে ফিরে বিসিবির প্রস্তাবিত টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলবেন সাকিব। এর আগে তার টিমের অনুশীলনেও অংশ নেবেন।

আজ (সোমবার) সাকিবের এক ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করেছে, সাকিব যুক্তরাষ্ট্র থেকে ফেরত আসছেন ৭২ ঘণ্টা পর, আগামী ৫ নভেম্বর (বৃহস্পতিবার)। দেশে ফিরে টি-টোয়েন্টি টুর্নামেন্টের জন্য প্রস্তুতি শুরু করবেন। যতদূর জানা গেছে, সেটা বিকেএসপিতে নয় বরং দেশের হোম অব ক্রিকেটে।

তার মানে নভেম্বরের ১০ তারিখের মধ্যেই হয়তো শেরেবাংলায় ব্যাট ও বল হাতে অনুশীলনে দেখা মিলবে সাকিবের। তারপর চলতি মাসের মাঝামাঝি সময় থেকে যে পাঁচ দলকে নিয়ে টি-টোয়েন্টি টুর্নামেন্ট হবে, সেখানেও খেলবেন সাকিব। বলার অপেক্ষা রাখে না, প্লেয়ার্স ড্রাফট হলে সাকিবকে পেতেই আগ্রহী হবে সব দল।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়