স্পোর্টস ডেস্ক
সবধরণের ক্রিকেট থেকে অবসর নিলেন ওয়াটসন
শেন ওয়াটসন
সবধরণের ক্রিকেট থেকে অবসর নেয়ার ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার শেন ওয়াটসন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে ম্যাচ শেষে এই ঘোষণা দিয়েছেন তিনি। রোববার ম্যাচ শেষে চেন্নাই সতীর্থদের এই কথা জানিয়েছেন ৩৯ বছর বয়সী ওয়াট্টো।
২০১৬ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন ওয়াটসন। এরপর ফ্র্যাঞ্চাইজিভিত্তিক বিভিন্ন লিগের নিয়মিত মুখ ছিলেন তিনি। গত বছর অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি লিগ বিগ ব্যাশকে বিদায় জানিয়েছিলেন এই ক্রিকেটার। এবার আইপিএলকে বিদায় জানানোর মধ্য দিয়ে পুরো ক্রিকেট থেকেই অবসর নিলেন এই অজি অলরাউন্ডার।
আইপিএলের সবগুলো আসরেই খেলেছেন ওয়াটসন। মাঠ মাতিয়েছেন রাজস্থান রয়্যালস, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু এবং চেন্নাই সুপার কিংসের হয়ে। অবসর ঘোষণার আগ পর্যন্ত আইপিএলে ১৪৫টি ম্যাচ খেলেছেন তিনি। এর মাঝে ৪৩টি খেলেছেন চেন্নাইয়ের হয়ে।
টাইমস অফ ইন্ডিয়ার একটি সূত্র এই ক্রিকেটারের অবসরের বিষয়ে জানিয়েছে, শেষ ম্যাচ খেলার আগে ড্রেসিংরুমে বেশ আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন ওয়াটসন। তিনি শেষ বক্তব্যে বলেন, এই ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলাটা তার জন্য একটি ভালো ও মনে রাখার মতো সুযোগ ছিল।
আইপিএলের চলতি আসরে ১১ ম্যাচে ২৯৯ রান করেছেন ওয়াটসন। এর আগে ২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন তিনি। তার এই সিদ্ধান্তের মধ্য দিয়ে গ্লেন ম্যাকগ্রা, শেন ওয়ার্ন, রিকি পন্টিং, অ্যাডাম গিলক্রিস্টদের নিয়ে গড়া অস্ট্রেলিয়ার সোনালি প্রজন্মের পুরোপুরি এপিটাফ টানা হয়ে গেল।
আইনিউজ/এসডিপি
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live
- পাকিস্তান বনাম শ্রীলংকা লাইভ টিভি | Pakistan Vs Srilanka Live
- ইংল্যান্ড বনাম আফগানিস্তান লাইভ খেলা
























