স্পোর্টস ডেস্ক
আপডেট: ২২:০৬, ২ নভেম্বর ২০২০
পিএসএলের প্লে-অফে দেখা যাবে তামিম-মাহমুদউল্লাহকে
তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ
পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ঘরোয়া টি-টোয়েন্টি আসর পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্লে-অফে দেখা যাবে বাংলাদেশের দুই অভিজ্ঞ ক্রিকেটার তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদকে। আসরটিতে অংশ নিতে দুজনকেই ছাড়পত্র দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম খেলবেন লাহোর কালান্দার্সের হয়ে। অন্য দিকে টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ খেলবেন মুলতান সুলতানসে।
মার্চে করোনাভাইরাসের কারণে স্থগিত হয়ে যায় পিএসএল। স্থগিত হওয়ার আগে লিগ পর্বের সব ম্যাচ শেষ হয়েছিল। বাকি ছিল প্লে-অফের লড়াই।
১৪, ১৫ ও ১৭ নভেম্বর করাচিতে দুটি এলিমিনেটর ম্যাচ, একটি কোয়ালিফায়ার ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।
মাহমুদউল্লাহ কমপক্ষে দুটি ম্যাচ দলের সঙ্গে থাকার বা মাঠে নামার সুযোগ পাবেন। কারণ তার দল মুলতান সুলতানস আছে পয়েন্ট টেবিলে সবার উপারে। কোয়ালিফায়ার ম্যাচে ১৪ নভেম্বর তাদের প্রতিপক্ষ করাচি কিংস। জিতলে তার উঠবে ফাইনালে, হারলে পরদিন খেলতে দ্বিতীয় এলিমিনেটরে।
অন্যদিকে তামিমের পিএসএল অভিযান শেষ হতে পারে এক ম্যাচে। আবার দল ফাইনালে খেললে তিন ম্যাচ সুযোগ পেতে পারেন এই বাঁ-হাতি ওপেনার।
লিগ পর্ব শেষে টেবিলের তিনে থাকা লাহোর কালান্দার্স ১৪ নভেম্বর প্রথম এলিমিনেটর ম্যাচে পেশোয়ার জালমির বিপক্ষে খেলবে। ওই ম্যাচ জিতলে দ্বিতীয় এলিমিনেটর খেলতে হবে তাদের ১৫ নভেম্বর। সেখানে জিতলে ১৭ নভেম্বর ফাইনাল। তামিম ও মাহমুদউল্লাহ ১০ নভেম্বর ঢাকা ছাড়তে পারেন বলে খবর।
দুজনই এর আগে একাধিকবার পিএসএলে অংশ নিয়েছেন। ২০১৬, ২০১৭ ও ২০১৮ পিএসএলে তামিম খেলেছেন পেশোয়ার জালমিতে। আর ২০১৮ ও ২০১৯ পিএসএলে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সে খেলেছেন মাহমুদউল্লাহ।
এদিকে এ মাসেই একটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে বিসিবি। সংস্থাটির সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন, ১৫ নভেম্বর শুরু হতে পারে আসরটি। তবে বিসিবির একজন পরিচালক সংবাদমাধ্যমকে বলেছেন, সেটি আরো কয়েক দিন পর শুরু হবে। তাই তামিম-মাহমুদউল্লাহর পিএসএলে খেলতে বাঁধা নেই।
আইনিউজ/এসডিপি
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live
- পাকিস্তান বনাম শ্রীলংকা লাইভ টিভি | Pakistan Vs Srilanka Live
- ইংল্যান্ড বনাম আফগানিস্তান লাইভ খেলা
























