Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ১২ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৮ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৯:৫১, ৩ নভেম্বর ২০২০

এবার এমবাপ্পেকেও হারাল পিএসজি

এমবাপ্পে

এমবাপ্পে

দুর্ভাগ্য পিছু ছাড়ছে না পিএসজির। চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচের আগে এবার কিলিয়ান এমবাপ্পেকে হারাল ফরাসি ক্লাবটি।

বুধবার চ্যাম্পিয়ন্স লিগে লাইপজিগের মুখোমুখি পিএসজি। বাংলাদেশ সময় রাত দুইটায় শুরু হবে ম্যাচটি। কিন্তু প্রতিপক্ষের মাঠে হতে যাওয়া ম্যাচটির আগে একের পর এক ধাক্কা খাচ্ছে দলটি।

চোটের কারণে আগে থেকেই দলের বাইরে আছেন আক্রমণভাগের গুরুত্বপূর্ণ দুই সদস্য নেইমার ও মাউরো ইকার্দি। নেই মাঝমাঠের দুই নিয়মিত ফুটবলার ইউলিয়ান ড্রাক্সলার ও মার্কো ভেরাত্তিও।

এর মাঝেই এমবাপ্পের ইনজুরির খবর। পায়ের মাংসপেশিতে চোট পেয়ে ছিটকে গেছেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী এই তারকা।

শনিবার ফ্রেঞ্চ লিগ ওয়ানে নঁতের বিপক্ষে ৩-০ গোলে জয় পাওয়া ম্যাচে অস্বস্তি নিয়ে মাঠ ছেড়েছিলেন এমবাপ্পে। এরপর থেকে ছিলেন পর্যবেক্ষণে।

লাইপজিগ ম্যাচের আগের দিন মঙ্গলবার এক বিবৃতিতে তার ডান পায়ের মাংসপেশিতে চোটের বিষয়টি নিশ্চিত করে ক্লাব। তবে কত দিনের জন্য তিনি ছিটকে গেলেন, তা জানানো হয়নি।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়