Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ১২ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৮ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২২:০০, ৩ নভেম্বর ২০২০
আপডেট: ২২:২২, ৩ নভেম্বর ২০২০

পিএসএলে খেলতে অনুমতি পেলেন তামিম-রিয়াদ

ফাইল ছবি

ফাইল ছবি

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলার জন্য এনওসি (নো অবজেকশন সার্টিফিকেট) তথা অনাপত্তিপত্র পেয়েছেন জাতীয় দলের দুই ক্রিকেটার তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ। 

পিএসএলের প্লে অফের জন্য রিয়াদ ও তামিমকে বেছে নেয় দুই ফ্রাঞ্চাইজি। পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে লিগ পর্ব শেষ করা মুলতান সুলতানসের হয়ে খেলবেন অলরাউন্ডার রিয়াদ। অন্যদিকে তামিম খেলবেন তৃতীয় স্থান দখলকারী লাহোর কালান্দার্সে। তাদের এনওসি প্রাপ্তি নিয়েও ক্রিকেট মহলে ছিল শোরগোল। তবে দুইজনকেই এনওসি দিচ্ছে বিসিবি।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ার‌ম্যান আকরাম খান। মূলত বোর্ডের মৌখিক অনুমতি নিয়েই পিএসএলে অংশগ্রহণের বিষয়টি নিজ নিজ দলকে নিশ্চিত করেছেন বাংলাদেশ জাতীয় দলের দুই ফরম্যাটের দুই অধিনায়ক। 

পিএসএলের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ১৭ নভেম্বর। রিয়াদ ও তামিমের দল যদি ফাইনালেও খেলে, তবুও তারা দেশে ফিরে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে স্বাচ্ছন্দ্যে অংশ নিতে পারবেন। ১৫ নভেম্বর শুরু হওয়ার কথা থাকলেও পাঁচ দলের এই টি-টোয়েন্টি টুর্নামেন্ট সপ্তাহখানেক পেছাতে পারে।

সাধারণত, দেশের বাইরে ফ্রাঞ্চাইজিভিত্তিক যেকোনো টুর্নামেন্টে খেলার ক্ষেত্রে বাংলাদেশের ক্রিকেটে এখন বড় বিষয় এনওসি (নো অবজেকশন সার্টিফিকেট) তথা অনাপত্তিপত্র। শেষ কিছু লিগে দেশের বাইরের কোনো টুর্নামেন্টে খেলতে যাওয়ার ক্ষেত্রে বোর্ডের আপত্তি নেই- এই সনদ পেতে কাঠখড় পোহাতে হয়েছে ক্রিকেটারদের। তবে তামিম-মাহমুদউল্লাহ অনেক সহজেই পেয়ে গেলেন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়