স্পোর্টস ডেস্ক
মাঠ গরম ম্যাচে ইন্টারকে হারালো রিয়াল
উয়েফা চ্যাম্পিয়নস লিগে ইন্টার মিলানকে হারিয়ে প্রথম জয়ের স্বাদ পেলো রিয়াল মাদ্রিদ। একই দিনে রিয়াল মাদ্রিদের হয়ে ১০০ তম গোল করেছেন সার্জিও রামোস। ৩-২ ব্যবধানে জয় পাওয়া ম্যাচে গোল করেছেন দলের তিন তারকা করিম বেনজেমা, সার্জিও রামোস এবং রদ্রিগো।
ম্যাচের ২৫ মিনিটের মাথায় ইন্টার ফুলব্যাক আশরাফ হাকিমি নিজেদের গোলরক্ষককে পাস দিতে গেলে বল চলে যায় করিম বেনজেমার পায়ে। চমৎকার ড্রিবলিং করে ডি-বক্সে ঢুকে বল জালে জড়িয়ে দলকে ১-০ গোলে এগিয়ে নেন বেনজেমা। পরের গোলটি আসে ম্যাচের ৩০ মিনিটের সময়। টনি ক্রুসের নেওয়া কর্নার কিক থেকে মাথা ছুঁইয়ে বল জালে জড়ান সার্জিও রামোস, আর এতে রিয়াল এগিয়ে যায় ২-০ ব্যবধানে।
তবে দুই গোল হজম করলেও দ্রুতই ম্যাচ নিজেদের ভাগে নিয়ে নেয় শক্তিশালী ইন্টার মিলান। ৩৫ মিনিটের মাথায় নিকোলো বারেল্লার দুর্দান্ত ব্যাকফ্লিপ পাসে রিয়ালের ডি বক্সে বল চলে যায় লটারো মার্টিনেজের কাছে। রাফায়েল ভারানের সামনে থেকেই বল রিসিভ করে জালে জড়ান এই আর্জেন্টাইন। প্রথমার্ধের খেলা শেষের আগেই ব্যবধান ২-০ থেকে ২-১ করেন লটারো।
প্রথমার্ধের বিরতি থেকে ফিরে নিজেদের ফিরে পেতে শুরু করে ইন্টার মিলান। রিয়ালের রক্ষণের বেশ ভালোই পরীক্ষা নিতে শুরু করে পেরিসিচ, লটারোরা। অবশেষে ম্যাচের ৬৮ মিনিটের মাথায় লটারো মার্টিনেজের দুর্দান্ত অ্যাসিস্ট থেকে বল জালে জড়ান ইভান পেরিসিচ। আর তাতেই ২-২ গোলে সমতায় ফেরে ইন্টার। ম্যাচের ৭৮ মিনিটের মাথায় টনি ক্রুসের বদলি হিসেবে মাঠে নামেন লুকা মদ্রিচ। আর নেমেই মধ্যমাঠের নিয়ন্ত্রণ নেন।
তার নামার মিনিট দুই পরে ভিনিসিয়াস জুনিয়রের দুর্দান এক পাস থেকে জোরালো শটে গোল করে ব্যবধান ৩-২ করেন রদ্রিগো। দুই ব্রাজিলিয়ান যুগলবন্দিতে দুর্দান্ত এক গোলের দেখা মেলে। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ৩-২ গোলের ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ। এই জয়ে পয়েন্ট তালিকায় দুইয়ে উঠে এসেছে রিয়াল।
আইনিউজ/এইচএ
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live
- পাকিস্তান বনাম শ্রীলংকা লাইভ টিভি | Pakistan Vs Srilanka Live
- ইংল্যান্ড বনাম আফগানিস্তান লাইভ খেলা
























