Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ১২ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৮ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৪:৩৬, ৪ নভেম্বর ২০২০

ম্যারাডোনার মস্তিষ্কে সফল অস্ত্রোপচার

ডিয়াগো ম্যারাডোনা

ডিয়াগো ম্যারাডোনা

সোমবার হঠাৎ করেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন  আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কিংবদন্তি ফুটবলার ডিয়েগো ম্যারাডোনা। অবস্থা পর্যবেক্ষণ করে চিকিৎসকরা তার মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। 

তবে দুশ্চিন্তার কারণ নেই। অস্ত্রোপচার সফল হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার রাতে নিউরোসার্জন ডাক্তার লিওপল্ডো লুক অস্ত্রোপচার করেন ম্যারাডোনার। প্রায় ৮০ মিনিট ধরে করা অস্ত্রোপচার সফল হয়েছে।

গত শুক্রবার ৬০তম জন্মদিন পালন করেন ম্যারাডোনা। তবে শরীরটা কদিন ধরেই ভালো যাচ্ছিল না। আর্জেন্টিনা ফুটবলের এই কিংবদন্তির অসুস্থতা বাড়লে সোমবার ভর্তি করা হয় লা প্লাতার ইপেন্সা ক্লিনিক। সেখানেই হয়েছে অস্ত্রোপচার।

গত কয়েক বছরে বেশ কয়েকবার হাসপাতাল ঘুরে আসতে হয়েছে ম্যারাডোনাকে। গত বছর পাকস্থলীতে রক্তক্ষরণে অসুস্থ হয়ে পড়েছিলেন। ২০১৮ সালের বিশ্বকাপে ম্যাচ দেখার সময় একবার অসুস্থ হয়ে পড়েন। দুবারই তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। এবার হাসপাতালে ছুটতে হলো জন্মদিনের কয়েক ঘন্টা পেরুতেই।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়