Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ১২ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৮ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৬:৪৯, ৫ নভেম্বর ২০২০

ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি মুম্বাই-দিল্লি

ফাইল ছবি

ফাইল ছবি

চারবার আইপিএল জেতা মুম্বাইয়ের বিরুদ্ধে আজ কোয়ালিফায়ার জিতে প্রথমবার আইপিএলের ফাইনালে উঠতে মরিয়া শ্রেয়স আইয়ারের দিল্লি ক্যাপিটালস। সমস্ত অতীত পাল্টে ট্রফি না জেতার আক্ষেপ মেটাতে আমিরশাহিতে মরিয়া শিখররা।

বাংলাদেশ সময় রাত ৮টায় দুবাই ইন্টার ন্যাশানল স্টেডিয়ামে মুখোমুখি হবে দল দুটি। তাতে জয় পেলে পঞ্চমবারের মতো আইপিএল’র ফাইনাল খেলবে মুম্বাই।

লিগ টেবিলের শীর্ষ থেকে প্লে অফে রোহিত শর্মার মুম্বাই। যদিও শেষ ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের কাছে হারতে হয়েছিল তাদের। ম্যাচটিতে অবশ্য খর্ব শক্তি নিয়ে নেমেছিল দলটি। বিশ্রাম দেওয়া হয়েছিল জাসপ্রিত বুমরাহ, ট্রেন্ট বোল্ট, হার্দিক পান্ডিয়াদের।

আজ পূর্ণ শক্তির দল নিয়েই লড়তে যাচ্ছে মুম্বাই। গ্রুপ লিগের দুই পর্বের সাক্ষাতেই দিল্লিকে হারিয়েছিল মুম্বাই। তাই প্লে-অফে নামার আগে আত্মবিশ্বাসী চারবারের আইপিএল চ্যাম্পিয়নরা।

অন্যদিকে, গ্রুপ পর্বের প্রথম রাউন্ডে দুর্দান্ত পারফরম্যান্স দেখায় দিল্লি ক্যাপিটালস। কিন্তু দ্বিতীয় পর্বে পরপর ম্যাচ হেরে যথেষ্ট কোণঠাসা হয়ে পড়েছিল। পরপর চারটি ম্যাচ হারার পর শেষ ম্যাচে আরসিবিকে হারিয়ে প্লে-অফে পৌঁছেছে অধিনায়ক শ্রেয়াস আয়ারের দল।

টানা ম্যাচ হারের থেকে জয়ে ফেরায় কিছুটা আত্মবিশ্বাসও ফিরে পেয়েছে কোচ রিকি পন্টিংয়ের দল। প্লে-অফে নামার আগা শক্তিশালী মুম্বাই দলকে যথেষ্ট সমীহ করছে দিল্লি।

দ্বিতীয় সুযোগ থাকলেও, আজই ম্যাচ জিতে ফাইনালে উঠতে বদ্ধপরিকর দিল্লি। তাই রোহিত শর্মা দলের বিরুদ্ধে নিজেরে সেরাটা উজার করে দিতে মরিয়া অধিনায়ক শ্রেয়াসরা।

দুই দল খুবই শক্তিশালী। কিন্তু ধারাবাহিকতার বিচার করলে দিল্লির থেকে অনেক বেশি এগিয়ে রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। চার বার চ্যাম্পিয়ন হওয়ার বড় ম্যাচ খেলার অভিজ্ঞতাও বেশি রোহিত শর্মার দলের। তাই ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, আজকের ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের জয়ী হওয়ার সম্ভভাবনা বেশি।

আইনিউজ/এসডিপি

 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়