Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ১২ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৮ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৯:৫৮, ৫ নভেম্বর ২০২০

ফুটবলার সোহেল রানার চিকিৎসায় ক্রীড়া প্রতিমন্ত্রীর সহায়তা

সংগৃহীত

সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়াড় মো. সোহেল রানার লিগামেন্ট চিকিৎসায় এক লাখ টাকা অনুদান দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল।

বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে সোহেল রানার হাতে জাতীয় ক্রীড়া পরিষদের পক্ষ থেকে এ অর্থ তুলে দিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী। এ সময়ে যুব ও ক্রীড়া সচিব মো. আখতার হোসেন উপস্থিত ছিলেন।

সোহেল রানাকে অর্থের চেক প্রদানকালে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেছেন, ‘আমাদের খেলোয়াড়রা দেশের সম্পদ। তারা রাষ্ট্রের দূত হিসেবে বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

তাই সুখে-দুঃখে সব সময় আমরা আমাদের খেলোয়াড়দের পাশে থাকতে চাই। অচিরেই ফুটবলার সোহেল রানা সুস্থ হয়ে মাঠে ফিরবেন বলে আশা করছি।’

এ সময়ে ফুটবলার সোহেল রানা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রতি অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়