Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ১২ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৮ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৩:৪৯, ৭ নভেম্বর ২০২০

করোনায় আক্রান্ত ইতালির কোচ

ইতালির কোচ রবের্তো মানচিনি

ইতালির কোচ রবের্তো মানচিনি

করোনায় আক্রান্ত হয়েছেন ইতালির কোচ রবের্তো মানচিনি। তার কোনো উপসর্গ দেখা যায়নি। তিনি রোমের বাড়িতে সেলফ-আইসোলেশনে আছেন।

এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ইতালিয়ান ফুটবল ফেডারেশন (এফাইজিসি)।  

আগামী দুই সপ্তাহে তিনটি আন্তর্জাতিক ম্যাচ খেলবে ইতালি। এর মধ্যে ঘরের মাঠে এস্তোনিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার পর পোল্যান্ড এবং বসনিয়ার বিপক্ষে উয়েফা ন্যাশনস কাপের ম্যাচ খেলবে ফুটবল বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ শিরোপাধারী দলটি।

২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত ম্যানচেস্টার সিটির কোচ হিসেবে দায়িত্ব পালন করা মানচিনি ২০১২ সালে প্রিমিয়ার লিগ এবং ২০১১ সালে এফএ কাপ জেতার স্বাদ পান। এরপর ইন্টার মিলানের দায়িত্ব নিয়ে টানা তিন শিরোপা জেতান তিনি।  

২০১৮ বিশ্বকাপের বাছাইপর্ব উতরাতে ব্যর্থ হওয়ার পর মানচিনির কাঁধে দায়িত্ব তুলে দেয় ইতালি। এরপর তার অধীনে ইউরো-২০২০ এর বাছাইয়ে ১০ ম্যাচে ১০ জয় পায় দলটি।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়