Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ১২ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৮ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৪:২০, ৭ নভেম্বর ২০২০

এবার গদি ছাড়ুন বিরাট: গৌতম

ফাইল ছবি

ফাইল ছবি

আইপিএলের এলিমিনেটরে সানরাজার্স হায়দরাবাদের কাছে হেরে বিদায় নিতে হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে। এদিকে আরসিবি’র ভাগ্য পরিবর্তনে কোহলিকে সরিয়ে নেতৃত্বে পরিবর্তন আনার আহ্বান জানালেন টিম ইন্ডিয়ার সাবেক তারকা গৌতম গম্ভীর।

বিজেপির এই সংসদ সদস্যের মতে, এবার বিরাটের নিজে থেকে আরসিবি’র অধিনায়কত্ব ছাড়া উচিত। আর না হয়, আরসিবি’র উচিত তাকে বাদ দিয়ে অন্য কারও কথা ভাবা।

গম্ভীর বলছেন, আট বছরটা অনেক দীর্ঘ সময়। এত দিন ট্রফি না দিতে পারলে অন্য যে কোনো অধিনায়ককেই সরানো হত।

আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে শুক্রবার রাতে এলিমিনেটরে আরসিবিকে ৬ উইকেটে হারায় হায়দরাবাদ। দুই বল হাতে রেখেই জয়ের জন্য নির্ধারিত ১৩২ রানের লক্ষে পৌঁছে যায় তারা।

আইপিল ক্যারিয়ারে একেবারে গোড়া থেকে আরসিবিতে আছেন কোহলি। এই নিয়ে ১৩ মৌসুমের মধ্যে আট বছর ধরে আছেন অধিনায়ক হিসেবে। অথচ একবারও দলকে ট্রফি জেতাতে পারেননি।

হারের পর কোহলির অধিনায়কত্বের কট্টর সমালোচক গম্ভীর বলছেন, “অনেক হয়েছে। এবার গদি ছাড়ুন বিরাট।”

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়