Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ১২ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৮ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৪:৩৯, ৭ নভেম্বর ২০২০

আজ সাকিবের করোনা পরীক্ষা

ফাইল ছবি

ফাইল ছবি

শুক্রবার (৬ নভেম্বর) যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান। আইসিসির নিষেধাজ্ঞা থেকে মুক্ত হওয়ায় এখন তার আর ক্রিকেটীয় কর্মকাণ্ডে অংশ নিতে বাধা নেই। পুরোপুরি ক্রিকেটে যোগ দেয়ার আগে আজ (শনিবার) করোনা শনাক্তকরণ পরীক্ষা করাবেন তিনি।

মার্চ থেকেই পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে ছিলেন সাকিব। মাঝে সেপ্টেম্বরে দেশে ফিরলেও আবারো স্ত্রী-সন্তানের কাছে ফিরে গিয়েছিলেন তিনি। টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলার উদ্দেশ্যে শুক্রবার রাতে দেশে পা রাখেন টাইগার অলরাউন্ডার। দেশে ফিরেই একটি প্রতিষ্ঠানের অনুষ্ঠানে বিশেষ অতিথির ভূমিকায় তার ব্যস্ত সময় কেটেছে। 

দেশে ফেরার পথে দুবাইয়ে করোনা পরীক্ষা করিয়েছিলেন সাকিব। সেই পরীক্ষায় নেগেটিভ এসেছেন তিনি। তবে জাতীয়ত দলের সাবেক অধিনায়কের করোনা পরীক্ষার আরো কয়েকটি ধাপ বাকি রয়েছে।

সেই ধারাবাহিকতায় শনিবার আবারো করোনা পরীক্ষা করাবেন সাকিব। সেই পরীক্ষার ফল পাওয়া যেতে পারে আজই। ভাইরাসমুক্ত থাকলে দ্রুতই অনুশীলনে নামবেন তিনি।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়