Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ১২ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৮ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২৩:০৩, ৭ নভেম্বর ২০২০

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের পাঁচ দল চূড়ান্ত

ফাইল ছবি

ফাইল ছবি

আসন্ন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের জন্য পাঁচ দলের নাম চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার রাতে বিসিবি জানিয়েছে, দেশের পাঁচ বিভাগ থেকে পাঁচ দল অংশ নেবে এই টুর্নামেন্ট।

পাঁচ দলের টুর্নামেন্টটি শুরু হওয়ার কথা ছিল ১৫ নভেম্বর থেকে। আপাতত স্পন্সর, মাঠ প্রস্তুত করাসহ নানা কারণে পিছিয়ে দেওয়া হয়েছে টুর্নামেন্টটি। নতুন তারিখ অনুযায়ী আগামী ২১ কিংবা ২২ নভেম্বর এটি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

টুর্নামেন্টের পাঁচ দলের নাম ও স্পন্সর চূড়ান্ত হয়ে গেছে। দলগুলো হলো-ফরচুন বরিশাল, বেক্সিমকো ঢাকা, মিনিস্টার গ্রুপ রাজশাহী, জেমকন খুলনা এবং গাজী গ্রুপ চট্টগ্রাম।

টুর্নামেন্টের প্লেয়ার ড্রাফট হবে ১২ নভেম্বর। এখন পর্যন্ত ১৬০ জন খেলোয়াড়ের তালিকা করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়