Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ১২ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৮ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৩:২৩, ৮ নভেম্বর ২০২০

করোনায় আক্রান্ত মাহমুদউল্লাহ রিয়াদ

মাহমুদউল্লাহ রিয়াদ

মাহমুদউল্লাহ রিয়াদ

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ দলের অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ। পাকিস্তান সুপার লিগ-পিসিএল খেলতে যাওয়ার আগে দুই দফায় করোনা পরীক্ষা করিয়েছিলেন রিয়াদ। দুঃখজনকভাবে দুইবারই তার পরীক্ষার ফল পজিটিভ এসেছে।

মুলতান সুলতানসের হয়ে সোমবার পাকিস্তান ক্রিকেট লিগের প্লে অফে খেলতে যাওয়ার কথা ছিল এই টাইগার টি-টোয়েন্টি দলপতির। কিন্তু তার সেই যাত্রায় বাঁধ সাধলো অদৃশ্য শত্রু করোনাভাইরাস। উদ্ভুত পরিস্থিতিতে পিসিএলে তো যেতে পারছেনই না শঙ্কা আছে আসন্ন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি লিগে খেলা নিয়েও। কেননা চলতি মাসের তৃতীয় সপ্তাহেই মাঠে গড়াবে ৫ দলের বঙ্গবন্ধু টি টোয়েন্টি লিগ।

রোববার (৮ নভেম্বর) মাহমুদউল্লাহ নিজেই তার আক্রান্তের খবর  সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, ‘পাকিস্তান যাওয়ার জন্যই ৬ তারিখ পরীক্ষা করিয়েছিলাম। পজিটিভ আসার পর চমকে গেছি। নিশ্চিত হওয়ার জন্য পরদিন আরেকবার করালাম, এবারও পজিটিভ। এমনিতে কোনো সমস্যা নেই। দুই দিন আগে থেকে হালকা একটু ঠাণ্ডা লেগেছে, যেটা নরম্যালই হতে পারে। এছাড়া কোনো উপসর্গ নেই। আপাতত বাসায়ই আইসোলেশনে আছি।’

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়