Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ১২ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৮ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২০:৪৪, ৮ নভেম্বর ২০২০

অস্ট্রেলিয়া সফরে যেতে পারেন রোহিত

রোহিত শর্মা

রোহিত শর্মা

চোটের কারণ দেখিয়ে অস্ট্রেলিয়ার সফরের ভারতীয় দল থেকে রোহিত শর্মাকে বাদ দিয়েছিল নির্বাচকরা। এদিকে চোট থেকে সুস্থ হয়ে এরই মধ্যে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে দুটি ম্যাচ খেলেছেন ভারতের সহ অধিনায়ক।

ফলে আগামী ১১ নভেম্বর অস্ট্রেলিয়া সফরের বিমানে দলের সঙ্গেই যাবেন রোহিত শর্মা। বিসিসিআই সূত্রে খবরটি নিশ্চিত করেছে ভারতীয় সংবাদসংস্থা পিটিআই।

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) এক কর্তা এ ব্যাপারে বলেছেন, ‘রোহিতের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেয়া হবে। দলের ফিজিও নীতিন প্যাটেল এবং ট্রেনার নিক ওয়েবের অধীনে থেকে ফিটনেস বাড়ানো এবং অন্যান্য অনুশীলন করার বিষয়টি রোহিতের পক্ষে সব চেয়ে ভালো হবে। দেখা যাক, বিষয়টি কেমনভাবে এগোয়।’

পিটিআই জানিয়েছে, প্রয়োজনে রোহিতকে একদিনের সিরিজে বিশ্রাম দেওয়া হতে পারে। যা ২৭ নভেম্বর থেকে শুরু হবে। সে ক্ষেত্রে টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারেন রোহিত। আর ১৭ ডিসেম্বর টেস্ট সিরিজ শুরু হতে হতে পাঁচ দিনের ক্রিকেটের জন্য তিনি পুরোপুরি ফিট হয়ে যাবেন বলে ধারণা অনেকের।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়