Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ১২ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৮ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১০:৫৭, ১১ নভেম্বর ২০২০
আপডেট: ১০:৫৮, ১১ নভেম্বর ২০২০

পঞ্চমবার শিরোপা জিতলো মুম্বাই

এর আগে আরও চারবার আইপিএলের শিরোপা জিতেছে মুম্বাই ইন্ডিয়ান্স। তাও ধারাবাহিকভাবে নয় এক বছর পর পর। এবারই শুধু সেই ধারা ভেঙে পরপর দুইবার শিরোপা জিতলো দলটি। ফলে পঞ্চমবার ফাইনাল জেতার স্বাদ পুনরায় পেলো দলটি। 

আগে চারবার শিরোপা জিতলেও প্রথমবার ফাইনালে ওঠা দিল্লির বিপক্ষে মুম্বাইয়ের বড় চ্যালেঞ্জ ছিল নিজেদেরই পূর্ব ইতিহাস। ওই চারবারের কোনোটাই টানা নয়; বরং তাল মিলিয়ে এক বছর পরপর। তবে রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্স মঙ্গলবার ভেঙে দিল নিজেদের তৈরি করা 'জুজু'।

দিল্লি ক্যাপিটালসকে ৫ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো টানা দুই আসরে জিতল আইপিএল শিরোপা, সাকল্যে যা পঞ্চম। ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগটির ১৩ আসরের মধ্যে এটিই কোনো দলের সর্বোচ্চ জয়।

দুবাইয়ের আন্তর্জাতিক স্টেডিয়ামে মঙ্গলবার পঞ্চম শিরোপার হাতছানিতে নামা মুম্বাইকে ১৫৭ রানের লক্ষ্য দিয়েছিল দিল্লি, যা ১৮.৪ ওভারে ৫ উইকেট হারিয়েই টপকে যান রোহিতরা। অধিনায়ক রোহিত ৫ চার ও ৪ ছয়ে ৫১ বলে করেন ৬৮ রান। আর মিডল অর্ডারে ইশান কিশান অপরাজিত থাকেন ১৯ বলে ৩৩ রান করে।

এর আগে দিল্লিকে ১৫৬ রানের মধ্যে আটকে রাখেন মুম্বাইয়ের পেসাররা। ২২ রানে তিন উইকেট হারানোর পর অধিনায়ক শ্রেয়াস আয়ার আর ঋষভ পান্তের দুই ফিফটিতে ভর করেই সংগ্রহ দেড়শ পার হয়। তবে শেষ পর্যন্ত যা যথেষ্ট হয়ে ওঠেনি। এ নিয়ে চলতি আসরে চারবার মুখোমুখি হয়ে প্রতিবারই মুম্বাইয়ের কাছে হারল দিল্লি। তবে সবচেয়ে পীড়াদায়ক অবশ্য শিরোপামঞ্চের হারটাই।

খেলার সংক্ষিপ্ত স্কোর:

দিল্লি : ২০ ওভারে ১৫৬/৭ (আয়ার ৬৫, পান্ত ৫৬, বোল্ট ৩/৩০, কাল্টার-নাইল ২/২৯)।

মুম্বাই : ১৮.৪ ওভারে ১৫৭/৫ (রোহিত ৬৮, ইশান ৩৩*; নর্টজে ২/২৫)।

ফল : মুম্বাই ইন্ডিয়ান্স ৫ উইকেটে জয়ী।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়