স্পোর্টস ডেস্ক
আপডেট: ২১:০৬, ১২ নভেম্বর ২০২০
২০২১ টি-টোয়েন্টি আয়োজিত হবে ভারতে
ফাইল ছবি
করোনাভাইরাসের কারণে চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত করা হয়েছে। তবে আগামী বছর যথাসময়ে আয়োজন করা হবে বলে আশাবাদী ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী। ভারতেই এবারের সংস্করণ আয়োজিত হবে বলেও নিশ্চিত করেছেন তিনি।
আগামী বছর ভারতে বিশ্বকাপ আয়োজনের বিষয়টি সৌরভ নিজেই নিশ্চিত করেছেন। বিশ্বকাপের এখনো ১ বছর বাকি থাকলেও দুবাইয়ে বিসিসিআই এবং আইসিসি-র কর্তারা একসঙ্গে ১৬ দলের এই টুর্নামেন্টের ব্যাপারে কথা বলেন। সেখানেই সবকিছু চূড়ান্ত হয়।
সৌরভ গাঙ্গুলি জানান, টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পাওয়া খুবই সম্মানের। ভারত একাধিক বড় টুর্নামেন্টের আয়োজন করেছে। আমি বিশ্বাস করি, সারা বিশ্বের ক্রিকেটাররা এমন ক্রিকেটপ্রেমী দেশে খেলতে আসার জন্য মুখিয়ে থাকবে।
ভারতের সাবেক এ অধিনায়ক আরো বলেন, আমি নিজে আইসিসির বিভিন্ন টুর্নামেন্টে খেলেছি। তাই জানি সারা বিশ্বের মানুষ কীভাবে এসব প্রতিযোগিতা দেখার জন্য মুখিয়ে থাকে। এর থেকে দারুণ অনুভূতি অন্য কিছু হয় না।
ভারতের সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে আসন্ন বিশ্বকাপের নিজস্ব ব্র্যান্ড তৈরি করা হচ্ছে। ভারতের উৎসবের আনন্দ, টি-টোয়েন্টি বিশ্বকাপ দেশে ফিরে আসার উচ্ছ্বাস ও আলোর উৎসব দীপাবলিকে মাথায় রেখেই তৈরি করা হচ্ছে এই নিজস্ব ব্র্যান্ড।
আইনিউজ/এসডিপি
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live
- পাকিস্তান বনাম শ্রীলংকা লাইভ টিভি | Pakistan Vs Srilanka Live
- ইংল্যান্ড বনাম আফগানিস্তান লাইভ খেলা
























