Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ১২ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৮ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৪:৫১, ১৩ নভেম্বর ২০২০

কলকাতায় কালীপূজা উদ্বোধন করলেন সাকিব

সংগৃহীত

সংগৃহীত

কলকাতায় কালীপূজার উদ্বোধন করলেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান। বৃহস্পতিবার পূজা উদ্বোধনের জন্য কলকাতায় গিয়েছিলেন তিনি। এরই মধ্যে সাকিব ফিরেও এসেছেন।

কলকাতায় যে কয়েকটা বড় কালীপূজার আয়োজন করা হয় তার মধ্যে সাকিবের উদ্বোধন করা মন্ডপটি অনেক নামকরা। ভারতের পশ্চিমবঙ্গের রাজধানীর ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়িতে চাপিয়ে টাইগার অলরাউন্ডারকে মূল মন্ডপের দিকে নিয়ে যাওয়া হয়। অনুষ্ঠানে দুই বাংলার সম্পর্ক উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান জাতীয় দলের সাবেক অধিনায়ক।

উদ্বোধনী অনুষ্ঠানে সাকিব বলেন, এ জায়গাটা আমার কাছে ঘরের মতোই মনে হয়। তাই আপনারা আমাকে ডাকলে আমি কখনো নিষেধ করি না। আপনারা আমার জন্য প্রার্থনা করবেন এবং আমাকে সবসময় সমর্থন দিয়ে যাবেন। পাশাপাশি সবাই একসঙ্গে দুই বাংলার সম্পর্ক উন্নয়নে কাজ করবেন।

বৃহস্পতিবার রাতে কলকাতার কাঁকুড়গাছি এলাকার ‘আমরা সবাই ক্লাব’ আয়োজিত এ পূজার উদ্বোধনী অনুষ্ঠানে সাকিব ছাড়াও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম এবং কলকাতার বাংলাদেশ হাইকমিশনের উপ-হাইকমিশনার তৌফিক হাসানসহ শীর্ষস্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়