Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ১২ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৮ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৭:২৩, ১৩ নভেম্বর ২০২০

খেলা শুরুর দশম মিনিটে বাংলাদেশের গোল

ফাইল ছবি

ফাইল ছবি

দীর্ঘ বিরতির পর মাঠে নেমেছে আন্তর্জাতিক ফুটবলে ফিরল বাংলাদেশ জাতীয় ফুটবল। শুক্রবার নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবল ফিরল বাংলাদেশেও।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকেল ৫টায় শুরু হয়েছে ম্যাচটি। স্বাস্থ্যবিধি মেনে এ ম্যাচে সীমিত সংখ্যক দর্শকও মাঠে বসে খেলা দেখার সুযোগ পাচ্ছে।

শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে শুরু করে বাংলাদেশ। ফলও পেয়েছে দ্রুত। দশম মিনিটে সাদ উদ্দিনের বুদ্ধিদীপ্ত পাস থেকে গোল দিয়েছেন মোহাম্মদ নাবিব নেওয়াজ জীবন। 

নেপালের বিপক্ষে ১৯ ম্যাচের মধ্যে ১২ টিতেই জয় পেয়েছে বাংলাদেশ। হেরেছে ছয় ম্যাচে। একটি ম্যাচ ১-১ গোলে ড্র হয়েছে। পরিসংখ্যান বিবেচনায় স্বাভাবিকভাবেই মানসিক দিক থেকে এগিয়ে রাখবে বাংলাদেশকে।

সর্বশেষ দুই মোকাবিলায় নেপালের কাছে হেরেছে বাংলাদেশ। তবে স্বাগতিক জামাল ভুঁইয়া মনে করেন, ওই ফলাফল আজকের ম্যাচে প্রভাব বিস্তার করতে পারবে না। ঘরের সুবিধাকে কাজে লাগিয়ে হাড্ডা-হাড্ডি লড়াইয়ের মাধ্যমে ভাল ফল পেতে চায় তারা।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়