Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ১২ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৮ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২২:০৬, ১৩ নভেম্বর ২০২০

নেপালকে হারানোর পুরস্কার ১০ লাখ টাকা

সংগৃহীত

সংগৃহীত

মুজিববর্ষ ফিফা ইন্টারন্যাশনাল সিরিজের প্রথম ম্যাচে নেপালকে ২-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। নেপালকে হারানোর পুরস্কার হিসেবে ১০ লাখ টাকা পাচ্ছেন ফুটবলাররা।

ম্যাচ শেষে ফুটবলাররা ড্রেসিংরুমে ফেরার সময় তাদের অভিনন্দন জানাতে নিচে নেমে আসেন বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন ও ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান বাফুফে সহসভাপতি কাজী নাবিল আহমেদ।

এ সময় বাফুফে সভাপতি নেপালকে হারিয়ে সিরিজে এগিয়ে যাওয়ায় ১০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেন এবং সিরিজ জয়ের জন্য তাদের অনুপ্রাণিত করেন।

দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচটি হবে আগামী ১৭ নভেম্বর। ওই ম্যাচে জিতলেই বাংলাদেশের সিরিজ জয় নিশ্চিত হবে।

করোনাভাইরাসের কারণে অনেক দিন বন্ধ থাকার পর শুক্রবার মাঠে গড়ায় বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলা। এদিন সব শঙ্কা উড়িয়ে দীর্ঘ ৫ বছর পর নেপালের বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়