Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ১২ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৮ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১২:০২, ১৪ নভেম্বর ২০২০

ভেনিজুয়েলাকে হারিয়ে শীর্ষে ব্রাজিল

কাতার বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলে বাছাইপর্বে আর্জেন্টিনাকে হটিয়ে শীর্ষে ওঠেছে ব্রাজিল।

বাংলাদেশ সময় শনিবার (১৪ নভেম্বর) সকালে সাও পাওলোর মোরুম্বি স্টেডিয়ামে ভেনিজুয়েলার বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছে ব্রাজিল। দলের পক্ষে একমাত্র গোলটি করেন রবের্তো ফিরমিনো।

চোটের কারণে নেইমার, ফিলিপে কৌতিনিয়ো ও ফাবিনিয়ো খেলতে পারেননি। করোনা আক্রান্ত হওয়ায় খেলা হয়নি কাসেমিরোরও। খর্বশক্তির ব্রাজিল তবু একের পর এক আক্রমণ করে গেছে, কিন্তু গোলের দেখা পেতে তাদের অপেক্ষা করতে হয়েছে ৬৭ মিনিট পর্যন্ত।

ম্যাচের ৬৭তম মিনিটে অপেক্ষা পালা শেষ হয় পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নদের। ডান দিক থেকে এভেরতনের বাড়ানো ক্রস ডিফেন্ডার ওসোরিও ক্লিয়ার করতে পারেননি। বল চলে যায় ফিরমিনোর কাছে। ডান পায়ের শটে বাকি কাজ কাজ সারেন লিভারপুল ফরোয়ার্ড।

তিন ম্যাচে শেষে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে ব্রাজিল। সাত পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে আর্জেন্টিনা। ৬ পয়েন্ট নিয়ে তিন নম্বরে ইকুয়েডর। কলম্বিয়ার মাঠে ৩-০ গোলে জেতা উরুগুয়ে সমান ৬ পয়েন্ট নিয়ে আছে চার নম্বরে। ৫ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে প্যারাগুয়ে। আরেক ম্যাচে পেরুকে ২-০ গোলে হারানো চিলি ৪ পয়েন্ট নিয়ে আছে ছয় নম্বরে।

আইনিউজ/এইচএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়