স্পোর্টস ডেস্ক
নতুন হেলমেট পরে আলোচনার শিকার আফ্রিদি
সংগৃহীত
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) পঞ্চম রাউন্ডের প্লে-অফ শুরুর প্রথম দিনই এক অদ্ভুত কাণ্ডের জন্ম দিয়েছেন পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহিদ আফ্রিদি। নতুন এক অদ্ভুত ধরনের হেলমেট পরে খেলতে নেমে সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনার সৃষ্টি করেছেন।
শহিদ আফ্রিদি খেলছেন মুলতান সুলতান্সের হয়ে। করাচীতে প্রথমে ব্যাট করতে নামে মুলতান। ১৩ ওভারে ৫ উইকেট হারিয়ে যখন মুলতানের রান ৮০, তখন ব্যাট করতে নামেন সাবেক পাকিস্তান অধিনায়ক। যে হেলমেট পরে তিনি মাঠে নামেন, সেটা দেখেই সবাই অবাক।
তার হেলমেটের সামনের যে গ্রিল রয়েছে (মুখের ওপর) সেটার উপরের বার নেই, সেটা ফেলে দেয়া। বোঝাই যাচ্ছে, হেলমেটটা পুরোপুরি নতুন ডিজাইনের করা। উপরের বারছাড়া গ্রিলের স্টিকগুলোকে দেখে ছাদছাড়া এক একটা পিলার মনে হচ্ছিল। আফ্রিদি মাঠে নামার পরই বিষয়টা চোখে পড়ে ধারাভাষ্যকারদের, এরপর সোশ্যাল মিডিয়ার। যা এই দুই গোত্রের মধ্যে বেশ আলোচনার জন্ম দিয়েছে।
স্কাই স্পোর্টসের ক্রিকেট অ্যাসিস্ট্যান্ট প্রডিউসার তানজিল খাজা এ সময় আফ্রিদির নিরাপত্তা নিয়েই শঙ্কা প্রকাশ করেন। টুইটারে তিনি লিখেন, ‘এটা আফ্রিদি কিংবা আমার জন্য খুবই ভয়ঙ্কর একটি গ্রিলছাড়া হেলমেট নয় এটা? চোখ এবং মুখের আশপাশটা পুরোপুরি খোলা দেখা যাচ্ছে।’
ধারাভাষ্যে সাবেক আন্তর্জাতিক ক্রিকেটার বাজিদ খান এবং জন্টি রোডস আফ্রিদির নতুন হেলমেট নিয়ে আলোচনা করেন। বাজিদ খান বলেন, ‘জন্টি, সে তো (আফ্রিদি) দেখছি খুবই চমৎকার গ্রিলে তৈরি করা হেলমেট মাথায় নিয়ে খেলতে নেমেছে। এ ধরনের হেলমেট তো আমি আগে কখনো দেখিনি।’
জন্টি রোডস সঙ্গে সঙ্গে এর পেছনে কারণ জানিয়ে বলেন, ‘আমি কয়েকমাস আগে খেলেছিলাম, তখন বুঝেছিলাম, গ্রিলের উপরের বারটা একটা সমস্যা। আমি বুঝতে পেরেছি, এ কারণেই হয়তো আফ্রিদি এ ধরনের হেলমেট পরে খেলতে নেমেছে।’
আইনিউজ/এসডিপি
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live
- পাকিস্তান বনাম শ্রীলংকা লাইভ টিভি | Pakistan Vs Srilanka Live
- ইংল্যান্ড বনাম আফগানিস্তান লাইভ খেলা
























