Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ১২ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৮ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৩:৫৬, ১৫ নভেম্বর ২০২০

জাতীয় দলের কোচ জেমি ডে করোনায় আক্রান্ত

জেমি ডে

জেমি ডে

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ জাতীয় দলের হেড কোচ জেমি ডে। বাংলাদেশ-নেপাল প্রথম ম্যাচের পর করোনা পরীক্ষা করিয়েছিলেন। সেই পরীক্ষায় ফল এলো পজিটিভ।

শুক্রবার নেপালকে ২-০ গোলে হারানোর পর শনিবারই জাতীয় দলের সবার করোনা পরীক্ষা করানো হয়েছিল। যার ফল এসেছে শনিবার রাতে। যেখানে জেমি ডে’র নমুনার ফলাফল আসে করোনা পজিটিভ।

রোববার বিষয়টি নিশ্চিত করেছেন চলতি সিরিজে জাতীয় দলের ম্যানেজারের দায়িত্ব পালন করা বাফুফে সদস্য আমের খান।

আমের খান বলেন, ‘এতে আসলে বলার কিছু নেই। এখন পরিস্থিতিটাই এমন, যে কারও করোনা পজিটিভ হতে পারে। জেমির করোনাভাইরাসে আক্রান্ত হওয়া আমাদের জন্য দুঃখজনক বিষয়। তার দ্রুত সুস্থ্যতার সকল ব্যবস্থা এরই মধ্যে নেয়া হয়েছে।’

এদিকে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার এখন ১৪ দিনের বাধ্যতামূলক আইসোলেশনে থাকতে হবে জেমিকে। তার বদলে মঙ্গলবারের ম্যাচটিতে দায়িত্ব পালন করবেন সহকারী কোচ স্টুয়ার্ট ওয়াটকিনস।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়