স্পোর্টস ডেস্ক
পরিবর্তন আসছে টেস্ট চ্যাম্পিয়নশিপের নিয়মে
ফাইল ছবি
করোনাভাইরাসের কারণে ব্যাপক ক্ষতির মুখোমুখি হয়েছে বিশ্বের ক্রীড়া জগৎ। যার প্রভাবে পাল্টাতে হয়েছে অনেক নিয়ম। এবার এরকমই পরিবর্তন আসছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নিয়মে।
করোনার কারণে এরই মধ্যে অনেক দ্বিপাক্ষিক সিরিজ স্থগিত হয়ে আছে। ফলে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এই টুর্নামেন্টের নিয়ম বদলাতে বাধ্য হচ্ছে। এর আগে নিয়ম ছিল প্রতিটি দলের ৬টি করে সিরিজ শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দুই দল ফাইনাল খেলবে।
আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রাম (এফটিপি) অনুযায়ী ২০২১ সালের ১৪ জুন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল আয়োজন করার কথা রয়েছে। করোনাভাইরাসের কারণে খেলা বন্ধ থাকায় এই সময়ের মধ্যে প্রতি দলের ৬টি সিরিজ আয়োজন করা সম্ভব হবে না। এ কারণে পয়েন্টের বদলে পয়েন্টের হার শতাংশ হিসেব করে ফাইনালিস্ট দুই দল বাছাই করা হতে পারে বলে জানা গেছে।
নির্ধারিত সময়ের মধ্যে অংশগ্রহণকারী দলগুলো যে কয়টি সিরিজ খেলতে পারবে সেই পয়েন্টের শতাংশের ভিত্তিতেই নির্ধারণ করা হবে দুই ফাইনালিস্ট। তবে এই পরিবর্তিত নিয়ম এখন পর্যন্ত প্রস্তাবিত পর্যায়েই রয়েছে।
চলতি সপ্তাহে আইসিসির চিফ এক্সিকিউটি কমিটির সভায় এ নিয়মের ব্যাপারে আলোচনা-পর্যালোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলে জানা গেছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে এখন পর্যন্ত রাজত্ব করছে ভারত।
পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা বিরাট কোহলির দলের সংগ্রহ ৩৬০ পয়েন্ট। এর পরই থাকা অস্ট্রেলিয়ার সংগ্রহ ২৯৬ পয়েন্ট। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের রয়েছে ২৯২ পয়েন্ট। ১৮০ পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে নিউজিল্যান্ড। বাংলাদেশ এখনো কোনো পয়েন্ট অর্জন করতে পারেনি।
আইনিউজ/এসডিপি
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live
- পাকিস্তান বনাম শ্রীলংকা লাইভ টিভি | Pakistan Vs Srilanka Live
- ইংল্যান্ড বনাম আফগানিস্তান লাইভ খেলা
























