স্পোর্টস ডেস্ক
ক্যান্সারে আক্রান্ত সাবেক ফুটবলার বাদল রায়
বাদল রায়
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক বাদল রায় ক্যান্সারে আক্রান্ত। বেশ কিছুদিন ধরেই স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সর্বশেষ পাওয়া তথ্যমতে তিনি যকৃতের ক্যান্সারে ভুগছেন।
সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন তার এক সময়ের সতীর্থ আবদুল গাফফার। তিনি বলেন, ‘বাদলের অবস্থা অনেক খারাপ। ডাক্তার সিটি স্ক্যানের পর যকৃতে ক্যানসারের অস্তিত্ব পেয়েছে। সেখান থেকে সুস্থ হওয়া কঠিন বলে দিয়েছে।’
বাদল রায়ের ক্যান্সার চতুর্থ স্টেজে রয়েছে বলেও জানান আবদুল গাফফার। তিনি জানিয়েছেন, ‘বিদেশে নিলেও কোনো লাভ হবে না। এখন ওর শরীরে পানিও জমে গেছে মনে হলো। কথা সেভাবে বলতে পারে না। জড়িয়ে যায়। ডাক্তার বলে দিয়েছে বেশিদিন বাঁচানো কঠিন হয়ে পড়েছে।’
২০১৭ সালে মস্তিস্কে রক্তক্ষরণ হয় বাদল রায়ের। বিদেশে চিকিৎসা নিয়ে সুস্থ হলেও আগের মতো স্বাভাবিক হতে পারেননি। তবে ক্রীড়াঙ্গনে নিজেকে বিলিয়ে দেওয়া বাদল রায় অসুস্থ অবস্থাতেই খেলাধুলার সঙ্গে জড়িয়ে রেখেছিলেন নিজেকে।
সবশেষ বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) নির্বাচনে সভাপতি প্রার্থীও হয়েছিলেন।
বিভিন্ন সময় নানা শারীরিক জটিলতায় ভোগা বাদল রায় করোনাকালে করোনা পজিটিভ হন। পরে সুস্থও হয়ে ওঠেন। তবে গুরুতর অসুস্থ হয়ে গত ৫ নভেম্বর আজগর আলী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেখানে অবস্থার অবনতি হওয়ায় গত বুধবার স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয় জাতীয় ক্রীড়া পুরস্কার পাওয়া এই ফুটবলারকে।
আইনিউজ/এসডিপি
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live
- পাকিস্তান বনাম শ্রীলংকা লাইভ টিভি | Pakistan Vs Srilanka Live
- ইংল্যান্ড বনাম আফগানিস্তান লাইভ খেলা
























