Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ১২ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৮ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৬:৪৯, ১৬ নভেম্বর ২০২০

পাকিস্তানি ক্রিকেটারদের বাংলা শেখাচ্ছেন তামিম

তামিম ইকবাল

তামিম ইকবাল

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) টুর্নামেন্ট খেলতে  বর্তমানে পাকিস্তানে আছেন বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। লাহোর কালান্দার্সের হয়ে টুর্নামেন্টের প্লে-অফ খেলছেন এ বাঁহাতি ব্যাটসম্যান। ভাষাগত যোগাযোগের জন্য পাকিস্তানি ক্রিকেটারদের বাংলা ভাষা শেখানোর চেষ্টা করছেন তিনি।

হুট করে দলের সঙ্গে যুক্ত হয়ে বোঝাপড়া ও মানিয়ে নেয়া সহজ নয়। এক্ষেত্রে বড় ভূমিকা রাখে যোগাযোগের ভাষা।

সম্প্রতি পাকিস্তানের একটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক বলেন, আমি উভয় ভাষাই ব্যবহার করি। আমরা সাধারণত ইংরেজিতে কথা বলি, আর আমি হিন্দি-উর্দুতে কিছু কথা বলার চেষ্টা করি। জানি না আমি এটা কত ভালো বলতে পারি। আমি তাদের কিছু বাংলাও শেখানোর চেষ্টা করি। তাদের কেউ কেউ কিছু বাংলা বলতে পারে’।

সাক্ষাৎকারে সঞ্চালক তামিমকে উর্দু ভাষায় কথা বলার অনুরোধ করলে তামিম তা নাকচ করে দেন। তামিম বলেন, আমি উর্দু বলতে পারব না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে নির্দেশনা আছে শুধু ইংরেজি ও বাংলা বলার। আমি কিছু উর্দু পারি। দুই-একটা শব্দ বলতে পারি।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়