Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ১২ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৮ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:১৫, ১৭ নভেম্বর ২০২০

কলকাতার খবরের সঙ্গে মিলছে না সাকিবের ‘বক্তব্য’

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সম্প্রতি এক বছরের নিষেধাজ্ঞা শেষে ফিরতে না ফিরতেই ফের বিতর্কের মুখোমুখি তিনি।

গত ১২ নভেম্বর কলকাতায় অতিথি হিসেবে উপস্থিত হয়ে সাকিব কালী পূজার উদ্বোধন করেছেন- এ সংক্রান্ত সংবাদ সবাই জানেন। তার আগে কালী পূজা উদ্বোধনের জন্য কলকাতা যাওয়ার পথে বেনাপোল সীমান্তে সেলফি তুলতে আসা এক ভক্তের সেলফোন ছুঁড়ে ভেঙে ফেলেন তিনি।

দুটি ঘটনায়ই দেশ সেরা এই ক্রিকেটারকে নিয়ে কোনো কোনো মহলে দেখা দেয় প্রতিক্রিয়া। ভিন্ন মেজাজের ভিন্ন ইস্যুর পর পর এই দুই ঘটনার রেশ সামাজিক মাধ্যমগুলোতেও ব্যাপকভাবে প্রকাশ পায়। শেষ পর্যন্ত বিষয়টি এমন পর্যায়ে যায় যে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবকে এই ইস্যুতে মুখ খুলতে হয়েছে, দিতে হয়েছে ব্যাখ্যা।

সাকিব আরো জানান, তারপরও যেহেতু মুসলিম হয়েও পূজামণ্ডপে গিয়েছেন, তাই এটাকে ভুল হিসেবে মেনে নিচ্ছেন তিনি।

তিনি বলেন, হ্যাঁ, যেটা হয়েছে দুই মিনিটের মতো সময় আমি পূজামণ্ডপে ছিলাম। সেটি নিয়ে সবাই বলেছে। তারা ধারণা করছেন, আমি পূজার উদ্বোধন করেছি। যেটি আমি কখনোই করিনি। একজন সচেতন মুসলমান হিসেবে করবো না। তারপরও হয়তো সেখানে যাওয়াটাই আমার ঠিক হয়নি। এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, ক্ষমাপ্রার্থী। সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, ভবিষ্যতে যেন এমন কিছু না হয় সেটি আমি খেয়াল রাখব।'

আইনিউজ/এইচএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়