Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ১২ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৮ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৩৪, ১৭ নভেম্বর ২০২০
আপডেট: ২০:০৩, ১৭ নভেম্বর ২০২০

সাকিবকে হত্যার হুমকি দেওয়া মহসিন গ্রেফতার

সাকিব আল হাসানকে হত্যার হুমকিদাতা মহসিন তালুকদার

সাকিব আল হাসানকে হত্যার হুমকিদাতা মহসিন তালুকদার

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভে এসে দা উঁচিয়ে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানকে হত্যার হুমকিদাতা মহসিনকে আটক করেছে র‌্যাব।

মঙ্গলবার ৯১৭ নভেম্বর) সকাল ১১টায় র‌্যাব সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে। র‌্যাব- ৯ এর সুনামগঞ্জ অঞ্চলের কোম্পানি কমান্ডার মো. ফয়সল আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জানা গেছে, মহসিন তালুকদার নামে ওই যুবক সিলেট সদর উপজেলার শাহপুর তালুকদার পাড়ার আজাদ বক্স তালুকদারের ছেলে।

রোববার (১৫ নভেম্বর) দিবাগত রাত ১২ টা ৭ মিনিটে লাইভে আসেন মহসিন তালুকদার। দ্বিতীয়বারের মতো লাইভে আসেন সকাল ৬ টা ৪০ মিনিটে। প্রথম ভিডিওতে সাকিবকে দা উঁচিয়ে হুমকি দেন। আর পরের ভিডিওতে সাকিবকে দেশবাসীর কাছে ক্ষমা চাইতে বলেন। যদিও প্রথম ভিডিওটি ফেসবুক থেকে সরিয়ে ফেলা হয়েছে।

লাইভে তিনি বলেন, ‘সাকিব আল হাসান কয়দিন আগে দেশে আইছইন। কিছুদিন আগে তাইন হজে গেছিলা, তখন খুশি হইছিলাম। কিন্তু তাইন ইবার দেশে আইয়া আবার গেলাগি ইন্ডিয়াত পূজা উদ্বোধন করাত। ইটায় মুসলমানের কলিজায় আঘাত করছে। আমি ফাইলে তারে (একটি চাপাতি প্রদর্শন করে) তারে কোপাইয়া কোপাইয়া কাটিমু।’

এসময় সাকিবকে পাকিস্তানি ক্রিকেটারদের অনুসরণ করার কথা বলেন মহসিন। তিনি বলেন, ‘তুই কিতা পাকিস্তানের ক্রিকেটাররারে দেখছস না? তোর তো তারারে দেখা উচিৎ। তুই মুসলমানের বাচ্চা হইয়া গেছোস পূজা উদ্বোধন করাত। কলিজাত তুই অলা আঘাত দিছস। তোরে ফাইলে আমি কোপাইয়া কাটিমু। সবাই হুনিয়া রাখইন আমি মহসিন তালুকদার কইরাম। সাকিবরে ফাইলে আমি কোপাইয়া কাটিমু।’

সাকিবকে হুমকি দেয়ার সময় মহসিন নিজের পরিচয় প্রকাশ করে বলেন, সাকিবকে হত্যা করতে প্রয়োজনে তিনি হেঁটেই ঢাকা যাবেন। কারো চাপে নয়, সাকিবকে সুযোগ দিতেই এই ভিডিও করেছেন বলেও জানান তিনি।

সাকিব যেনো এই ভিডিও দেখে সর্তক হয় এবং সাকিবের মতো বাকি সকল সেলিব্রেটিদেরও সঠিক পথে চলার বার্তা পৌঁছে দেয়াই তার ভিডিও'র মূল উদ্দেশ্য। এমন কথাই বলেছিলেন তার দ্বিতীয় ভিডিওতে।

আইনিউজ/এইচএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়