Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ১২ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৮ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৫:১০, ১৭ নভেম্বর ২০২০
আপডেট: ১৫:১২, ১৭ নভেম্বর ২০২০

করোনাকে জয় করলেন মাহমুদউল্লাহ

মাহমুদউল্লাহ রিয়াদ

মাহমুদউল্লাহ রিয়াদ

করোনাভাইরাস মুক্ত হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। সর্বশেষ নমুনা পরীক্ষায় তার করোনা নেগেটিভ এসেছে।

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে যাওয়ার আগে করোনা পরীক্ষা করালে রিয়াদের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়। তবে তার কোনো উপসর্গ ছিল না।

করোনা শনাক্তের পর আইসোলেশনে চলে যান মাহমুদউল্লাহ। নিয়ম মেনেই চলে করোনাকে জয় করেছেন তিনি।

করোনামুক্ত হওয়ায় বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের জন্য প্রস্তুতি নেবেন রিয়াদ। এই টুর্নামেন্টে তিনি খেলবেন জেমকন খুলনার হয়ে।

রিয়াদের করোনা নেগেটিভ হওয়ার খবর নিশ্চিত করেছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী। তিনি বলেন, আমরা রিয়াদের করোনা পরীক্ষার ফল হাতে পেয়েছি। সেখানে নেগেটিভ এসেছে। গতকাল পরীক্ষা করিয়েছিল। রাতেই রেজাল্ট এসেছে।

তিনি আরো বলেন, রিয়াদ এখন ভালো আছে। খেলা বা অনুশীলন করতে আর কোন সমস্যা নেই। তবে তার শারীরিক অবস্থা এখন কেমন সেটা জানি না। আমাদের দিক থেকে এই অলরাউন্ডারকে মাঠে ফেরার ছাড়পত্র দেয়া হয়েছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়