স্পোর্টস ডেস্ক
আফ্রিদি আমার ভাইয়ের মতো: তামিম
ফাইল ছবি
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ম্যাচ খেলতে এখন সেদেশে অবস্থান করছেন তামিম ইকবাল। সেখানে এক গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে তিনি শহীদ আফ্রিদির সঙ্গে নিজের সম্পর্কের গভীরতার কথা জানিয়েছেন। বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক বলেছেন, আফ্রিদিকে বড় ভাইয়ের মতোই দেখেন তিনি।
পাকিস্তানের ক্রিকেটাররা বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) শুরু থেকেই খেলে আসছেন। ফলে দেশটির ক্রিকেটারদের সঙ্গে তামিমের সম্পর্কটা বেশ মধুরই বলা যায়। তবে অন্যদের সঙ্গে অনেক মজা করলেও আফ্রিদির সঙ্গে তার সম্পর্ক অনেকটা বড় ভাইয়ের মতো। পাকিস্তানি অলরাউন্ডার তাকে সবসময় অনেক সহায়তা করেন বলেও জানিয়েছেন দেশসেরা ওপেনার।
এ ব্যাপারে তামিম বলেন, পাকিস্তানি ক্রিকেটাররা সবাই অনেক মজার। শোয়েব মালিক, শাদাব খান সবাই মজার মানুষ। তবে শহীদ আফ্রিদি আমার বড় ভাইয়ের মতো। তাই তার সঙ্গে আমি বেশি মজা করি না।
তামিম আরো বলেন, আফ্রিদি আমায় সবসময় অনেক সমর্থন করেন। যখন আমি পেশোয়ার জালমিতে খেলেছিলাম, উনি আমার অধিনায়ক ছিলেন। আবার ২০১৮ সালে বিপিএলে যখন আমরা চ্যাম্পিয়ন হলাম, সেই দলের একটা বড় অংশ ছিলেন উনি। আসলে তিনি এমন একজন, যিনি আমাকে সবসময়ই ভালো উপদেশ দেন।
পাকিস্তানে ক্রিকেট খেলতে আসাটা উপভোগ করেন বলেও জানান তামিম। তার ভাষায়, পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে খেলতে আমি ভালোবাসি। আমাদের দেশের মতোই এদেশের মানুষও ক্রিকেট পাগল। এটা অনেক ভালো লাগে। তাই যখনই পাকিস্তানে খেলতে আসার সুযোগ পাই, সময়টা আমি উপভোগ করি।
আইনিউজ/এসডিপি
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live
- পাকিস্তান বনাম শ্রীলংকা লাইভ টিভি | Pakistan Vs Srilanka Live
- ইংল্যান্ড বনাম আফগানিস্তান লাইভ খেলা
























