Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ১২ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৮ ১৪৩২

আইনিউজ ডেস্ক

প্রকাশিত: ১৯:২৬, ১৭ নভেম্বর ২০২০

সাকিবের ক্ষমা চাওয়া নিয়ে তসলিমা নাসরিনের প্রতিক্রিয়া

এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে এই কিছুদিন হলো বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ক্রিকেট গ্রাউন্ডে এসেছেন। কিন্তু এসেই যে বিতর্কে জড়াবেন তা হয়তো তিনি নিজেও জানতেন না। সম্প্রতি কোলকাতায় গিয়ে 'পূজা উদ্বোধন' এবং যাওয়ার সময় এক ভক্তের মোবাইল ফোন ভেঙে যাওয়াকে কেন্দ্র করে নতুন এই বিতর্কের সৃষ্টি। কোলকাতায় গিয়ে 'পূজা উদ্বোধন' করায় সাকিবের ওপর ক্ষিপ্ত হয়ে এক যুবক ফেসবুক লাইভে এসে সাকিবকে কুপিয়ে হত্যার হুমকিও দিয়েছেন।

হুমকির পর সোমবার সন্ধ্যায় নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া এক ভিডিও বার্তায় সাকিব বলেছেন তিনি 'পূজা উদ্বোধন' করতে যাননি। 'ভবিষ্যত এরমক করব না' বলে ভিডিওতে ক্ষমাও চেয়েছেন সাকিব। সাকিবের ক্ষমা চাওয়াকে কেউ ভালোভাবে নিলেও কেউ কেউ ক্ষুব্ধ হয়েছেন সাকিবের প্রতি। তাদের মতে সাকিব ক্ষমা চেয়ে সাম্প্রদায়িক শক্তিকে আশ্রয় দিচ্ছেন। এরকম মন্তব্য করেছেন লেখক তসলিমা নাসরিনও।

টুইটারে নিজের প্রতিক্রিয়ায় তসলিমা নাসরিন লিখেছেন, 'কালীপূজায় উপস্থিত হওয়ার জন্য সাকিব আল হাসানের ক্ষমা চাওয়াটা উচিত হয়নি। তার এই ক্ষমা প্রার্থনা ইসলামপন্থীদের আরও শক্তিশালী করল; যারা ভবিষ্যতে পূজা মণ্ডপে যাওয়া এবং হিন্দুদের সমব্যথী হওয়ার অপরাধে মুসলিমদেরকেই খুন করবে। তার বলা উচিত ছিল, সে ঠিকই করেছে। ভালোবাসাকে সবসময় উদযাপন করা উচিত আর ঘৃণাকে বর্জন করা উচিত।'  

আইনিউজ/এইচএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়