Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ১২ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৮ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৬:৪৪, ১৮ নভেম্বর ২০২০

অলরাউন্ডার সাকিবের নিরাপত্তায় গানম্যান নিয়োগ

সাকিবের সঙ্গে গানম্যান

সাকিবের সঙ্গে গানম্যান

বাংলাদেশ জাতীয় দলের অলরাউন্ডার সাকিব আল হাসানকে সম্প্রতি হত্যার হুমকি দেওয়া হয়েছে।  শুধু তাই নয় বেশ কিছুদিন ধরেই সমালোচনার শিকার হচ্ছেন বিশ্বসেরা এই ক্রিকেটার। এজন্য তার নিরাপত্তায় একজন গানম্যান নিয়োগ দেয়া হয়েছে। 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সিইও নিজামউদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে বুধবারই সাকিবের সঙ্গে গানম্যানের দেখা পাওয়া গেছে।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এদিন অনুশীলন করতে এসেছিলেন তিনি। সার্বক্ষণিকভাবে এই অলরাউন্ডারের পাশে গানম্যান নিয়োজিত ছিলেন। 

গত রোববার রাত ১২টা ৭ মিনিটে ফেসবুক লাইভে এসে রামদা উঁচিয়ে সাকিবকে হত্যার হুমকি দেন সিলেট সদর উপজেলার শাহপুর তালুকদার পাড়ার আজাদ বক্স তালুকদারের ছেলে মহসিন তালুকদার।

নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভ ভিডিওটি প্রচার করেন মহসিন। সাকিবের ওপর ক্ষোভ থেকে তাকে কুপিয়ে টুকরো করে হত্যার কথা বলেন তিনি। এ সময় সাকিবকে অকথ্য ভাষায় গালাগাল করতে থাকেন তিনি। পুলিশ এরই মধ্যে সেই যুবককে গ্রেফতার করেছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়