Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ১২ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৮ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৬:২২, ১৯ নভেম্বর ২০২০

পিএসএল খেলে দেশে ফিরলেন তামিম

তামিম ইকবাল

তামিম ইকবাল

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) লাহোর কালান্দার্সের হয়ে খেলতে পাকিস্তান গিয়েছিলেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। ফাইনাল শেষে দেশে ফিরেছেন এ বাঁহাতি ওপেনার।

বুধবার রাত ১১টার দিকে এমিরেটসের একটি ফ্লাইটে করে করাচি থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছেন তিনি।

টুর্নামেন্টের ফাইনালে করাচি কিংসের কাছে হেরে রানারআপ হয়েছেন তামিমরা।

প্লে অফ পর্বে দুই ম্যাচ ও ফাইনাল ম্যাচে খেলেছেন এই বাহাঁতি। তিন ম্যাচে মোট ৮৩ রান এসেছে বাংলাদেশের তামিমের ব্যাট থেকে। 

প্রথম এলিমিনেটরে তামিম করেছিলেন ১০ বলে ১৮ রান আর দ্বিতীয় এলিমিনেটরে করেন ২০ বলে ৩০ রান। ফাইনালে তামিমের ব্যাট থেকে আসে ৩৮ বলে ৩৫, যা দলের পক্ষে সর্বোচ্চ।

প্লে অফে খেলার কথা ছিল মাহমুদউল্লাহ রিয়াদেরও। কিন্তু ওই সময়ে করোনা আক্রান্ত হওয়ায় ছিটকে যান তিনি।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়